• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    মুরগি আনতে বারণ নাইজেরিয়ার!

    মুরগি আনতে বারণ নাইজেরিয়ার!    

    মাঠে সৌভাগ্য ধরে রাখতে কত কিছুই তো করে সমর্থকেরা। নাইজেরিয়া সমর্থকেরা যেটা করেন, সেটা অবশ্য খুব স্বাভাবিক নয়। মাঠে আস্ত মুরগি (মৃত নয়, জীবন্ত) নিয়ে আসাটা তাদের কাছে সৌভাগ্যের প্রতীক। তবে আজ ক্রোয়েশিয়ার সঙ্গে চাইলেও তা করতে পারছে না নাইজেরিয়ানরা। রাশিয়ান কর্তৃপক্ষ যে মাঠে মুরগি আনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে!

     

     

    মাঠে মুরগি নিয়ে আসা নাইজেরিয়ানদের জন্য নতুন কিছু নয়। এর আগেও তারা জাতীয় পতাকার রঙে রাঙিয়ে মুরগি নিয়ে এসেছিল মাঠে। তবে আজকের ম্যাচের ভেন্যু কালিনিনগ্রাদ কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে মুরগি আনতে পারবে না নাইজেরিয়ান সমর্থকেরা। তবে তারা বলেছেন, নাইজেরিয়া ফেডারেশন থেকে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক অনুরোধ তারা পাননি। শুধু মাত্র কিছু সমর্থক তাদের কাছে এ অনুরোধ করেছেন।

    তবে মাঠে নিতে না পারলেও মাঠের বাইরে মুরগি নিয়ে চলাফেরায় বাধা নেই কোনো। বরং কালিনিনগ্রাদ কর্তৃপক্ষ পছন্দসই মুরগি পাওয়ার জন্য সবরকম সাহায্য করারও ঘোষণা দিয়েছেন।