মেসিদের হতাশ করে আইসল্যান্ডের জয়ের সমান ড্র
ডিয়েগো ম্যারাডোনা দুই হাত ধরে মুখ ঢেকে ফেললেন। যেন চোখের সামনে দেখেও বিশ্বাস হচ্ছিল না। লিওনেল মেসি পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেননি, তাও আবার বিশ্বকাপে- অবিশ্বাস্যই বটে। শেষ পর্যন্ত সেটারই মাশুল গুনতে হয়েছে আর্জেন্টিনাকে, বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই আর্জেন্টিনার কাছ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে আইসল্যান্ড। ১-১ গোলে ড্র দিয়ে মেসির বিশ্বকাপের শুরুটা হয়েছে ভুলে যাওয়ার মতো।
জনসংখ্যার দিক দিয়ে আইসল্যান্ড বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ছোট দল, আর্জেন্টিনা তাদের ৪০ গুণ। কিন্তু আত্মবিশ্বাস আর পরিশ্রম একটা দলকে কোথায় নিয়ে যেতে পারে তার একটা উদাহরণ রেখে গেল আইসল্যান্ড। আর বিশ্বকাপের প্রথম ম্যাচেই পয়েন্ট খুইয়ে নড়বড়ে আর্জেন্টিনার ভাগ্য নড়ে গেল আরও।
দিনটাই আজ মেসির ছিল না আসলে। নইলে ৮১ মিনিটে তাঁর নেওয়া শট যখন বারে ঢুকে যাবে বলেই মনে হচ্ছিল, সেটা অল্পের জন্য বাইরে চলে যাবে কেন? অতিরিক্ত সময়ে ডান পায়ের শটটাও তো চলে যায় বার উঁচিয়ে। এই ম্যাচে নয়টি শট নিয়েছেন, কিন্তু গোলটা পাওয়া হয়নি।
অথচ ম্যাচের শুরুতে সুবর্ণ সুযোগ পেয়েছিল আইসল্যান্ডই। ৯ মিনিটে আর্জেন্টিনা রক্ষণের একটা ভুল বোঝাবুঝিতে বল পেয়ে যান বিয়র্নসন। কিন্তু কয়েক গজ দূর থেকে বাইরে মেরে দেন, নষ্ট করেন মহামূল্যবান সুযোগ।
তবে আর্জেন্টিনাকে প্রথম গোলটা এনে দিয়েছেন অসাধারণ সার্জিও আগুয়েরো। ১৯ মিনিটে রোহো ঠিক ক্রস না শট করতে গিয়েছিলেন তা তিনি নিজেই জানেন। তবে বক্সের ভেতর ধরেই বাঁ পায়ের নিয়ন্ত্রণে নেন আগুয়েরো, তার চেয়েও দুর্দান্ত বাঁ পায়ের ফিনিশিংয়ে বল জড়িয়ে দেন জালে।
২৩ মিনিটে আর্জেন্টিনা দেখাল, কেন রক্ষণ তাদের বড় সমস্যা। রক্ষণ ও গোলরক্ষক কাবায়েরো মিলে বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার পর তা এসে পড়ে ফিনবগাসনের পায়ে। কাছ থেকে গোল করে আইসল্যান্ডকে এনে দিয়েছেন উল্লাসের সুযোগ। আর্জেন্টিনার রক্ষণ প্রথমার্ধে টলোমলোই ছিল, সিগুর্ডসন প্রথমার্ধের একদম বক্সে ঢুকে শট নিলে ঠেকিয়ে দেন কাবায়েরো। নইলে এগিয়ে যেতে পারত আইসল্যান্ডই।
তবে দ্বিতীয়ার্ধে একদম খোলসে ঢুকে পড়ে আইসল্যান্ড। এবার আর্জেন্টিনার পায়েই ছিল বল, কিন্তু আইসলান্ডের বরফজমাট রক্ষণটা যেন ভাঙতেই পারছিল না। এর মধ্যেই ৬৩ মিনিটে পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু মেসির শটটা ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন আইসল্যান্ড গোলরক্ষক। আর্জেন্টিনার হয়ে বড় আসরে এই প্রথম পেনাল্টি মিস করলেন মেসি, তবে দেশ ও ক্লাবের হয়ে গত সাত ম্যাচে তিন বার হয়েছে এই অভিজ্ঞতা।
এরপরও অবশ্য আর্জেন্টিনা চেষ্টা চালাতে থাকে। এর মধ্যে বানেগা ওঠায় আক্রমণের ধার বাড়ে একটু। বিবর্ণ ডি মারিয়ার জায়গায় পাভনও নেমে প্রতিপক্ষকে ভোগাতে থাকেন। ৭৮ মিনিটে ক্রিশ্চিয়ান পাভনকে ফেলে দেওয়া হয়েছে মনে হলেও পেনাল্টি দেননি রেফারি। ভিডিওর সাহায্য চাননি রেফারি। দিনটাই যে আর্জেন্টিনার ছিল না।
শেষ দিকে একের পর এক আক্রমণ চালিয়েও আর গোল পায়নি আর্জেন্টিনা। একদম শেষ মুহূর্তে ফ্রিকিকও পেয়েছিলেন মেসি। কিন্তু লাভ হলো না। জয়ের সমান এক ড্র নিয়ে মাঠ ছাড়ল আইসল্যান্ড।
একাদশ
আর্জেন্টিনা: ক্যাবেয়ারো, সালভিও, রোহো, অটামেন্ডি, টালিয়াফিকো, মাসচেরানো, বিলিয়া, ডি মারিয়া, মেজা, মেসি, আগুয়েরো
আইসল্যান্ড: হ্যালডরসন; সিগুর্ডসন, সেভারসন, ম্যাগনাসন; আর্নাসন, গুডমুন্ডসন, গানারসন, হালফ্রেডসন, বিয়ার্নাসন; সিগুর্ডসন; ফিনবোগেসন