আমিই আর্জেন্টিনার ড্রয়ের জন্য দায়ী: মেসি
ছবি-সিবিসি
বিশ্বকাপের শুরুটা এমন হবে, দুঃস্বপ্নেও হয়ত তিনি ভাবেবনি। গোলের খুব কাছ থেকে ফিরেছেন কয়েকবার, তবে লিওনেল মেসির হতাশার সবচেয়ে বড় কারণটা ছিল সেই পেনাল্টি মিসটাই। আইসল্যান্ডের বিপক্ষে অপ্রত্যাশিত ড্রয়ের পর মেসি বলছেন, তার পেনাল্টি মিসের জন্যই পয়েন্ট খুইয়েছে আর্জেন্টিনা।
তার গোলেই পূর্ণ ৩ পয়েন্ট পেতে পারত আর্জেন্টিনা, এই ভাবনাটাই বেশি পোড়াচ্ছে মেসিকে, ‘পেনাল্টি মিস করে খুব বেশি কষ্ট হচ্ছে, কারণ আমরা এটায় এগিয়ে যেতে পারতাম। দলের এমন ড্রয়ের জন্য আমিই দায়ী। আমার বিশ্বাস পেনাল্টি থেকে গোল হলেই সবকিছু বদলে যেত।’
আইসল্যান্ডের জমাট রক্ষণভাগ যেন কিছুতেই ভাঙতে পারছিল না আর্জেন্টিনা। ভাইকিংসদের এমন ডিফেন্সের প্রশংসা করলেন মেসি, ‘আমরা কিছুতেই সামনে যেতে পারছিলাম না। দ্বিতীয়ার্ধে তো তারা প্রায় সবাই ডিফেন্ডার হয়ে গিয়েছিল। তারা ভালোভাবেই আটকেছে আমাদের ফরোয়ার্ডদের।’
গ্রুপ পর্বের বাকি আর দুই ম্যাচ। পরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে পা হড়কালেই বিদায়ঘণ্টা বেজে যাওয়ার শঙ্কা জাগবে। পরের দুই ম্যাচে জয় ছাড়া তাই কিছুই ভাবছেন না মেসি, ‘ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার বিপক্ষে জিততে হবে। ক্রোয়েশিয়ার ম্যাচটা কঠিন হবে, তাদের দল অনেক শক্তিশালী। তাদের রক্ষণভাগ ভালো পারফর্ম করছে, ফরোয়ার্ডরাও যেকোনো সময় ম্যাচের গতি বদলে দিতে পারে। আমাদেরও আরও দ্রুত পাস দিতে হবে।’
আগামী ২১ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
সূত্র-ইএসপিএন