• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    রাশিয়ার বিপক্ষেই বিশ্বকাপ শুরু সালাহর?

    রাশিয়ার বিপক্ষেই বিশ্বকাপ শুরু সালাহর?    

    ছবি-গোল ডটকম

    তার খেলার কথা ছিল উরুগুয়ের বিপক্ষে ম্যাচেই। কিন্তু প্রথম ম্যাচে মিশরের জার্সি গায়ে দেখা যায়নি মোহামেদ সালাহকে। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন বলছে, রাশিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ‘পুরোপুরি’ ফিট সালাহ, গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তার খেলা তাই অনেকটাই নিশ্চিত।

    চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পাওয়া ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার চেষ্টায় আছেন গত ৩ সপ্তাহ ধরেই। উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে নিজেই জানিয়েছিলেন তিনি খেলতে প্রস্তুত। তবে ম্যাচের এক ঘণ্টা আগে জানা যায়, একাদশে থাকছেন না তিনি। বেঞ্চে বসেই সালাহকে কাটাতে হয় ৯০ মিনিট।

    ফিট থাকলেও সালাহকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি কোচ হেক্টর কুপার, বলছে মিশর ফুটবল ফেডারেশন, ‘সে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য ফিট ছিল। কিন্তু কোচ তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি। রাশিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সে অবশ্যই খেলবে।’  

     

     

    নিজেদের প্রথম ম্যাচে রাশিয়া সৌদি আরবকে হারিয়েছে ৫-০ গোলে। অন্যদিকে উরুগুয়ের কাছে ১-০ গোলে হেরেছে মিশর। বিশ্বকাপে টিকে থাকতে তাই রাশিয়ার বিপক্ষে ভালো কিছুই করে দেখাতে হবে সালাহর মিশরকে।