"শতভাগ ফিট না থাকলেও খেলবে নেইমার"
ছবি-স্পোর্টসনেট
প্রায় তিন মাস মাঠের বাইরে থাকার পর প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। প্রথম ম্যাচে বদলি হিসেবে নামলেও অস্ট্রিয়ার বিপক্ষে নেইমার ছিলেন প্রথম একাদশেই। রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে ব্রাজিল কোচ তিতে বলছেন , প্রথম ম্যাচের আগে শতভাগ ফিট না হলেও প্রথম মিনিট থেকেই খেলবেন নেইমার।
দ্বিতীয় ম্যাচে খুব স্বাচ্ছন্দ্যের সাথে খেলেছিলেন নেইমার। গত কয়েকদিন অনুশীলনেও কোনো ব্যথা অনুভব করার খবর আসেনি। সুইজারল্যান্ডের বিপক্ষে তার মাঠে নামা নিয়ে তাই কোনো ধরনের শঙ্কাও জাগেনি ব্রাজিল দলে।
তিতে অবশ্য জানালেন, এখনো পূর্ণ ফিটনেস ফেরত আসতে সময় লাগবে, ‘সে প্রস্তুতি ম্যাচে খেলেছে ঠিকই। কিন্তু এখনো শতভাগ ফিট নয় সে। তবে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমার খেলবে, একাদশে থাকার মতো ফিটনেস তার আছে।’
শতভাগ ফিট না হলেও নেইমার মাঠে তার কৌশলে ভালোভাবেই দেখাবেন বলে বিশ্বাস তিতের, ‘সে এই মুহূর্তেও অনেক দ্রুত দৌড়াতে পারে। ইনজুরি তার গতি কমাতে পারেনি। সে মাঠে যে দুর্দান্ত কৌশল দেখায়, সেটাও আগের মতোই থাকবে আশা করি। সময় যত যাবে, তার ফিটনেস আগের মতো হওয়া শুরু করবে।’
সূত্র-ইএসপিএন