"ক্রোয়েশিয়ার জয়ে আর্জেন্টিনার ওপর চাপ বেড়েছে"
ছবি-রয়টারস
লিওনেল মেসির পেনাল্টি মিসের ম্যাচে আইসল্যান্ডের সাথে পয়েন্ট খুইয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে গ্রুপের শীর্ষে আছে ক্রোয়েশিয়া। পরের ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। এই ম্যাচে পা হড়কালেই বাদ পড়ার শঙ্কায় পড়বেন মেসিরা। ক্রোয়েশিয়ার লুকা মডরিচ বলছেন, তাদের জয়ে পরের ম্যাচে মেসিদের ওপর চাপটা অনেক বেশি থাকবে।
শক্তিমত্তার দিক দিয়ে ক্রোয়েশিয়ার চেয়ে এগিয়ে আর্জেন্টিনা, ইতিহাসও তাদের পক্ষেই। কিন্তু গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের ছেড়ে কথা বলবে না ক্রোয়েশিয়া, বলছেন মডরিচ, ‘তাদের দলটা দারুণ। কিন্তু আমরা প্রথম ম্যাচে জয় পেয়েছি, তারা অপ্রত্যাশিতভাবে পয়েন্ট হারিয়েছে। আমাদের বিপক্ষে তাদের জিততে হবে। এটা অবশ্যই তাদের উপর বাড়তি চাপ তৈরি করবে। আশা করি আমরা ভালো ফুটবল খেলে পয়েন্ট পাবো। ম্যাচটা কঠিন হবে এটা নিশ্চিত।’
আগের ম্যাচেই মেসি পেনাল্টি মিস করেছেন। ৭১ মিনিটে পেনাল্টি নিতে গিয়েছিলেন তিনিও। মেসির মতো অবশ্য মিস করেননি, গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করে ক্রোয়েশিয়ার জয় নিশ্চিত করেন মডরিচ। পেনাল্টি নেওয়ার সময় খুব একটা স্নায়ুচাপে ভোগেননি বলেই জানান মডরিচ, ‘একটুও নার্ভাস ছিলাম না আসলে। লক্ষ্যটা সবসময় গোলের দিকেই ছিল। ভাগ্যিস মিস হয়নি!’
২১ জুন আর্জেন্টিনার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।