• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    ফাউল নয়, চাপের কারণেই জেতেনি ব্রাজিল: তিতে

    ফাউল নয়, চাপের কারণেই জেতেনি ব্রাজিল: তিতে    

     

    দেখা যায়নি সেই বহু প্রত্যাশিত ‘জোগো-বনিতো’। অনেক প্রত্যাশা নিয়ে মাঠে নামা তিতের ব্রাজিল কাল সুইজারল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছেড়েছে। অনেকেই বলছেন, সুইসদের অতিরিক্ত ফাউলেই নাকি নিজেদের খেলাটা খেলতে পারেনি ব্রাজিল। তবে তিতে জানালেন, ফাউল নয়, চাপের কারণেই জিততে পারেনি সেলেসাওরা।

     

     

    নেইমারকে ফাউল করা হয়েছে ১০ বার। ১৯৯৮ সালে ইংল্যান্ডের অ্যালান শিয়ারারকে ১১ বার ফাউল করেছিল তিউনিসিয়া। এরপর এক ম্যাচে এতবার ফাউলের শিকার হননি আর কেউই। ১৯৬৬ সালের পর ব্রাজিলিয়ান হিসেবে সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছেন নেইমার।

     

    তিতে অবশ্য ড্রয়ের জন্য ফাউলকে দোষারোপ করছেন না, ‘আমি এমন কোচ না যে ম্যাচের পর অভিযোগ করে। অভিযোগ করার আসলে কিছু নেই। গোল করার আগ থেকেই অনেক চাপে ছিল দল। এই চাপের জন্যই কেউ স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। আমরা ছন্দটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না।’

    শুধু ফুটবলাররা না, তিতে নিজেও কিছুটা স্নায়ুচাপে ভুগছিলেন বলেই স্বীকার করে নিলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচে শুধু দল না, কোচও স্নায়ুচাপে ভোগে। আমাদের বদলি খেলোয়াড়রা ভালো ছিল, কিন্তু সেটা আরও ভালো হতে পারত। আমি জয়ের আশা করছিলাম, তাই এই ফলাফলে খুশি হওয়ার কারণ নেই। বিশ্বকাপের মতো মঞ্চে এক গোলে এগিয়ে থাকলে সেটার সুবিধা নিতেই হবে। আমরা সেটা করতে পারিনি।’