• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    কোরিয়ানদের চেহারার মিলেই বিভ্রান্ত সুইডিশ 'গোয়েন্দা স্টাফ'

    কোরিয়ানদের চেহারার মিলেই বিভ্রান্ত সুইডিশ 'গোয়েন্দা স্টাফ'    

    অনেকেই মজা করে বলেন, দক্ষিণ কোরিয়ার সব ফুটবলার নাকি একই রকম দেখতে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, চেহারার এই মিলকেই কাজে লাগাচ্ছেন কোচ শিন তাই ইয়ং! অনুশীলনের সময় যেন প্রতিপক্ষের কেউ তাদের কৌশল বুঝতে না পারে, তাই জার্সি বদল করিয়ে ফুটবলারদের অনুশীলন করতে বলেছেন তিনি!

    কিন্তু হুট করেই এমন সিদ্ধান্ত কেন? শিন তাই জানালেন, কোরিয়ার অনুশীলনে নাকি ‘গোয়েন্দাগিরি’ করতে এসেছিলেন এক সুইডিশ কোচিং স্টাফ। প্রথম তিনি দর্শক হিসেবে ঢোকার চেষ্টা করেন মাঠে। পরে মাঠের পাশের এক বাড়ির ছাদে টেলিস্কোপ লাগিয়েই পর্যবেক্ষণ করা শুরু করেছিলেন! ব্যাপারটা কানে পৌঁছায় কোরিয়ানদের। গোয়েন্দা যেন কোরিয়ানদের প্রস্তুতি সম্পর্কে সবকিছু বুঝে না যান, এজন্যই দলের ফুটবলারদের বলা হয়েছিল তারা যেন জার্সি অদল বদল করে অনুশীলন করে।

     

     

    সবার একই রকম চেহারা দেখে বিভ্রান্ত হয়েছেন সুইডিশ ‘গোয়েন্দা’, জানালেন শিন, ‘আমরা সবাইকে অদল বদল করে অনুশীলন করিয়েছি। তারা যেন বিভ্রান্ত হয়ে যায় এটার চেষ্টাই করা হয়েছে। তারা তো আমদের অল্প কিছু ফুটবলারকে চেনে। আসলে পশ্চিমাদের জন্য এশিয়ানদের চেহারা চেনা একটু কঠিন কাজই!’

     

    এদিকে সুইডেনের সেই ‘গোয়েন্দা’ লারস জ্যাকবসনের এই কান্ডে ক্ষমা চেয়েছেন সুইডেন কোচ জেন অ্যান্ডারসন, ‘প্রতিপক্ষের প্রতি সম্মান দেখানোটা খুব জরুরী। যা হয়েছে সেটা হওয়া উচিত হয়নি। আমরা ক্ষমা চাইছি পুরো ব্যাপারটার জন্য। সে আসলে বুঝতে পারেনি যে এই অনুশীলন কেউ দেখতে পারবে না। যদিও পুরো ব্যাপারটায় তিলকে তাল করেছে কোরিয়া।’