আর্জেন্টিনার ড্রয়ের জন্য মেসি একা দায়ী না: ম্যারাডোনা
ম্যাচের ফলাফল ছাপিয়ে তার পেনাল্টি মিস নিয়েই কথা হয়েছে সবচেয়ে বেশি। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচশেষে লিওনেল মেসি নিজেই বলেছেন, আর্জেন্টিনার ড্রয়ের জন্য তিনিই দায়ী! তবে মেসির পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। ম্যারাডোনার দাবি, মেসির পেনাল্টি মিস নয়, আর্জেন্টিনা পয়েন্ট হারিয়েছে দলের অন্যদের জন্য।
চিলির বিপক্ষে কোপার ফাইনালে পেনাল্টি মিস করেছিলেন মেসি। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেও পেনাল্টিতে গোল করে দলকে জয় এনে দিতে পারেননি। পেনাল্টি মিসের জন্য মেসিকে দোষারোপ না করতে বললেন ম্যারাডোনা, ‘আমি টানা পাঁচ পেনাল্টি মিস করেছি, তারপরও আমি ডিয়েগো ম্যারাডোনা! আর্জেন্টিনা পয়েন্ট হারিয়েছে দলের সবার দোষেই, মেসির একার পেনাল্টি মিসের জন্য না।’
মেসি তার সবটুকু উজাড় করেই খেলেছেন, দাবি ম্যারাডোনার, ‘সে তার সবটুকু দিয়ে চেষ্টা করেছে। তাকে দেখেই বোঝা যাচ্ছি সে কতটা হতাশ। আমিও তার জায়গায় থাকলে এরকম হতাশই হতাম। সে বরাবরের মতোই বল নিয়ে এগিয়ে গেছে। কিন্তু ডিফেন্ডারদের কাটিয়ে নেওয়ার পর পাস দেওয়ার মতো জায়গা পায়নি।’
ড্রয়ের দায় পুরো দলকেই নিতে হবে বলে মনে করিয়ে দিলেন ম্যারাডোনা, ‘যখন আপনি জেতেন, হারেন কিংবা ড্র করেন, সবকিছুর দায় ১১ জনের ওপর বর্তায়। আগামী ম্যাচগুলো নিয়ে চিন্তায় আছি। আমরা রীতিমত খাদের কিনারায়, আশা করি ঈশ্বরের সাহায্যে আমরা উন্নতি করবো।’