কার ওপর রাগ ঝাড়লেন হামেলস?
মেক্সিকোর সঙ্গে হারে নড়ে গেছে জার্মানির ফুটবল। আত্মসমালোচনা চলছে, তাতে যোগ দিয়েছেন ডিফেন্ডার ম্যাটস হামেলস। দলের কৌশলেই ভুল আছে বলে মনে করছেন তিনি। মেক্সিকোর সঙ্গে খেলার আগেই সতর্কবার্তাটা পেয়েছিল বলে জার্মানি, সেখান থেকে শিক্ষা নিতে না পারাই কাল হয়েছে বলে মন্তব্য করেছেন হামেলস।
"আমরা সৌদি আরবের বিপক্ষে যেভাবে খেলেছিলাম, আজও তাই করেছি। কিন্তু এবার প্রতিপক্ষ ছিল আরও ভালো। ওই ম্যাচের আগে পর আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম। তার কিছুই আজ প্রয়োগ করা হয়নি।"
বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও মেক্সিকোর কাছে হারলেও জয়টা তাদের প্রাপ্য ছিল বলেই মনে করছেন তিনি, "মেক্সিকোর প্রাপ্যই ছিল জয়টা। আমরাই তো তাদের জন্য খেলাটা সহজ করে দিয়েছিলাম। আমরা জানতাম কি করা যাবে না, তাও আমরা সেদিকে মন দেইনি।"
এরপর হামেলসের কথায় হতাশার সঙ্গে মিশে গেছে রাগও, "যদি ৭/৮ জন আক্রমণেই খেলে তাহলে খুব স্বাভাবিকভাবেই আপনার রক্ষণের চেয়ে আক্রমণই বেশি শক্তিশালী হবে। এই ব্যাপারটা প্রায়ই আমাকে ভাবায়।"
"দলের ভারসাম্য নেই। বেশিরভাগ সময়ই আমি আর জেরম (বোয়াটেং) রক্ষণে একা পড়েছিলাম। তাই তারাও নির্দয়ের মতো আক্রমণ করে গেছে।"
"এই হার জেগে ওঠার ডাক নয়। সেটার জন্যও দেরি হয়ে গেছে। পরের দুই ম্যাচই জিততে হবে আমাদের। সৌদি আরবের সঙ্গেই আসলে ডাকটা পেয়েছিলাম আমরা।"
রাগটা আসলে কার ওপর ঝাড়লেন হামেলস? সতীর্থদের ওপর? নাকি কোচের ওপর?