• " />

     

    ব্যবধান কমালো প্রোটিয়া যুবারা

    ব্যবধান কমালো প্রোটিয়া যুবারা    

    সংক্ষিপ্ত স্কোরঃ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ঃ ১৮৩/৬, ৩৮ ওভার (উইয়ান মাল্ডার ৫৬); বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ঃ ১৪৯/১০ (মেহেদী হাসান মিরাজ ৬৮)

     

    দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠানরত বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলের মধ্যকার সাত ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের পঞ্চমটিতে বাংলাদেশের যুবাদের ৩৪ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকার যুবারা। এ জয়ের ফলে সিরিজে টিকে থাকলো দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে রয়েছে।

     

     

    পিটারমারিসবার্গের সিটি ওভাল মাঠে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত ৫০ ওভারের খেলা কমিয়ে ৩৮ ওভারে নিয়ে আসা হয়। টস জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় বাংলাদেশ। নির্ধারিত ৩৮ ওভারে ৬ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে প্রোটিয়া যুবারা। দলের পক্ষে উইয়ান মাল্ডার সর্বোচ্চ ৫৬ রান করেন। বাংলাদেশের পক্ষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও সালেহ আহমেদ ২টি করে উইকেট লাভ করেন।

     

    জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে টাইগার যুবারা। মাত্র ১৩ রানেই ৩ উইকেট খুইয়ে ফেলার পর নিয়মিত বিরতিতেই ঘটতে থাকে উইকেটের পতন। তবে অধিনায়ক মিরাজের অনবদ্য ৬৮ রানের সুবাদে শেষ পর্যন্ত সম্মানজনক সংগ্রহ গড়ে তুলতে সক্ষম হয় বাংলাদেশ। সবক’টি উইকেট হারানোর আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৪৯ রান।