• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    বাদ পড়ছেন রোহো, বিলিয়া, ডি মারিয়া?

    বাদ পড়ছেন রোহো, বিলিয়া, ডি মারিয়া?    

    এমনিতে তাঁর প্রিয় ফর্মেশন ৩-৪-৩। তবে আইসল্যান্ডের সঙ্গে খেলিয়েছিলেন ৪-৪-১-১ ফর্মেশনে। ক্রোয়েশিয়ার সঙ্গে নিজের পছন্দের ফর্মেশনে ফিরে যেতে পারেন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি। আর সেটা হলে দল থেকে বাদ পড়তে পারেন লুকাস বিলিয়া, আনহেল ডি মারিয়া ও মার্কোস রোহো।

    আইসল্যান্ডের সঙ্গে ড্র করে বেকায়দায় পড়ে গেছে আর্জেন্টিনা। ক্রোয়েশিয়ার সঙ্গে পরের ম্যাচটা এখন হয়ে গেছে মহাগুরুত্বপূর্ণ। কাল অনুশীলনে তাই অন্য একটা ফর্মেশন পরখ করে দেখলেন সাম্পাওলি। ওটামেন্ডি ও টালিয়াফিকোর সঙ্গে তৃতীয় ডিফেন্ডার হিসেবে গ্যাব্রিয়েল মেরকাদোকে খেলিয়ে দেখেছেন সাম্পাওলি, বসিয়ে রেখেছেন মার্কোস রোহোকে। দুই উইংব্যাক হিসেবে এদুয়ার্দো সালভিওর সঙ্গে এসেছেন মার্কোস আকুনা, তাঁকে জায়গা দিতে গিয়ে সরে গেছেন লুকাস বিলিয়া। আর ওপরে ডি মারিয়ার জায়গায় খেলানো হতে পারে ক্রিশ্চিয়ান পাভনকে।

     

     

    মেরকাদোকে প্রশ্ন করা হয়েছিল দলের এই পরিবর্তন নিয়ে। তিনি স্বীকার করলেন, কোচ কিছু পরীক্ষা নিরীক্ষা করছেন, ‘হ্যাঁ, কোচ পাঁচজনের একটা রক্ষণ চেষ্টা করে দেখেছেন। তবে এটা যে হবেই এমন কথা নেই। আমরা তিন জন বা চার জনের রক্ষণ নিয়েও নামতে পারি।’

    রোহো ও বিলিয়া ২০১৪ সালের আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল দলে ছিলেন; ইনজুরির জন্য ডি মারিয়া বিশ্বকাপ ফাইনাল মিস করলেও তিনজনই খেলেছেন পরের দুই বছর কোপার ফাইনালে আর্জেন্টিনার দুই পরাজয়েও।

    পাভনকেও প্রশ্ন করা হয়েছিল দলের পরিবর্তনের সম্ভাবনা নিয়ে। এই তরুণ উইঙ্গারও পরিষ্কার করে কিছু বললেন না, ‘আমার মনে হয় হোর্হে সব পজিশন নিয়েই ভাবছেন। কী হবে সেটা এখনই বলা যাবে না। আমি জানি না শুরু থেকে খেলব কি না।’

    এখন পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর ১২টি ম্যাচের টানা দুইটিতে একই দল কখনো খেলাননি সাম্পাওলি।