• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    পুতিনের আমন্ত্রণে বিশ্বকাপে যাচ্ছেন ব্ল্যাটার

    পুতিনের আমন্ত্রণে বিশ্বকাপে যাচ্ছেন ব্ল্যাটার    

    ১৭ বছর ফিফার ‘বস’ ছিলেন তিনি। বিশ্বকাপ চলছে, ফিফা থেকে নিষিদ্ধ থাকায় কোনও সম্পৃক্ততা নেই সেপ ব্ল্যাটারের। তবে বিশ্বকাপে ঠিকই যাচ্ছেন তিনি। রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে দুইটি ম্যাচ দেখতে যাবেন ব্ল্যাটার, ইএসপিএন ব্রাজিল বলছে এমনই। 

    মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে পর্তুগাল-মরক্কো ও সেন্ট পিটার্সবার্গে ব্রাজিল-কোস্টারিকার ম্যাচ দেখতে যাবেন ব্ল্যাটার। 

    ২০১৫ সালে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে ছয় বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ব্ল্যাটার। 

    সুইস অ্যাটর্নি জেনারেলের অফিস তদন্ত শুরু করার পরই নিষেধাজ্ঞা পেয়েছিলেন ব্ল্যাটার। ব্যাবস্থাপনায় অনিয়মের অভিযোগে শুরু হয়েছিল এ তদন্ত। অবশ্য এখন পর্যন্ত কোনও শাস্তির রায় দেওয়া হয়নি, আর শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন ফিফার সাবেক প্রেসিডেন্ট। 

     

     

    পুতিনের আমন্ত্রণে রাশিয়া যাচ্ছেন ব্ল্যাটার, তবে ফিফা অবশ্য বিব্রত হতেই পারে। ফুটবলের সর্বোচ্চ সংস্থার নতুন প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যানটিনো দায়িত্ব নিয়েই ফিফার দূর্নীতি নিয়ে উচ্চকিত ছিলেন। তার আমলেই বিশ্বকাপে ব্ল্যাটারের উপস্থিতি তাই সুখকর নাও হতে পারে তাদের জন্য। 

     

    এর আগে গত মার্চে ব্ল্যাটার বলেছিলেন, তাকে বিশ্বকাপে আমন্ত্রণ জানিয়েছেন পুতিন, যার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। এমন আমন্ত্রণ পেয়ে নিজেকে “সম্মানিত” বোধ করছেন বলেও জানিয়েছিলেন তিনি।