মেসিকে বাদ দিলে ক্রোয়েশিয়া আর্জেন্টিনার চেয়ে ভালো : কোভাসিচ
আর্জেন্টিনার সঙ্গে ক্রোয়েশিয়ার ম্যাচ দুইদিন পর। তার আগে ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মাতেও কোভাসিচ বলেছেন, লিওনেল মেসিকে বাদ দিলে দল হিসেবে তাদের খেলোয়াড়দের মানই ভালো। কোভাসিচের সঙ্গে সায় দিয়েছেন উইঙ্গার আনতে রেবিচও।
নিঝনি নভগরদে জন্য লড়াইটা ক্রোয়েশিয়ার চেয়ে অনেকবেশি গুরুত্বপুর্ণ আর্জেন্টিনার জন্য। ক্রোয়াটদের না হারাতে পারলে গ্রুপপর্বেই থেমে যেতে পারে মেসির দলের বিশ্বকাপ যাত্রা। মেসি অবশ্য কোভাসিচের পুরনো প্রতিপক্ষ। লা লিগায় নিয়মিতই এল ক্লাসিকতে মুখোমুখি হন দুইজন। মেসির সামর্থ্য জানা আছে তার। আর্জেন্টিনাও যে প্রায় পুরোটাই মেসি নির্ভর সেটাও জানেন তিনি। কিন্তু আলদ্যা করে একজন খেলোয়াড় আটকানোর কৌশল অবলম্বনে বিশ্বাসী নন তিনি, "মেসির প্বর আর্জেন্টিনা দল অনেকটাই নির্ভর করে। যদিও তারা দল হিসেবেও ভালো। তাই বাকি পজিশনগুলোর দিকেও নজর দেওয়া উচিত।"
"আপনি একজন খেলোয়াড়ের জন্য আলাদা করে প্রস্তুতি নিতে পারেননা। মেসির বিপক্ষে ওয়ান অন ওয়ানে কঠিন কাজ। আমাদের কোচিং দল আমাদের ট্যাকটিক্যালি অনুশীলন করাবে।"
"আর্জেন্টিনাকে নিয়ে আমাদের আলাদা করে বেশি ভয় পাওয়ার কিছু নেই। আমরা প্রত্যেকে আলাদা করে তাদের চেয়ে ভালো খেলোয়াড়। সেটা অবশ্য মেসি বাদে। তাই আমাদের উচিত অন্যদের দিকে নয়, নিজেদের দিকেই নজর দেওয়া।"
উইঙ্গার আনতে রেবিচও সুর মিলিয়েছেন কোভাসিচের সঙ্গে, " আর্জেন্টিনার বিপক্ষে আমাদের এক হয়ে খেলতে হবে। মেসি ওদের দলের ৫০ ভাগ, আমরা যদি দল হিসেবে ভালোমতো ডিফেন্ড করি, আমাদের ভালো সুযোগ আছে।"