আবারও নেইমারের ইনজুরি শঙ্কা
ছবি-গোল ডটকম
ইনজুরি কাটিয়ে প্রস্তুতি ম্যাচে ফিরেছিলেন তিনি। দুই প্রস্তুতি ম্যাচে স্বাচ্ছন্দ্যের সাথে খেললেও সুইজারল্যান্ডের বিপক্ষে নেইমার পুরোপুরি ফিট নন, এটা স্বীকার করেছিলেন খোদ ব্রাজিল কোচ তিতে। প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর এবার তিতের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলছে নেইমারের নতুন করে পাওয়া ইনজুরি। দলের অনুশীলনে যোগ দেওয়ার মাত্র ১৫ মিনিটের মাথায় ডান পায়ের গোড়ালির ব্যথা নিয়ে মাঠ ছেড়েছেন নেইমার।
সুইসদের বিপক্ষে নেইমার ফাউলের শিকার হয়েছিলেন ১০ বার, যা ১৯৬৬ সালের পর ব্রাজিলিয়ানদের মাঝে সবচেয়ে বেশি । সেই ম্যাচের ধকলটা এখন পর্যন্ত কাটিয়ে উঠতে পারেননি নেইমার। সোচিতে অনুশীলন করতে গিয়ে মাত্র ১৫ মিনিটের মাঝেই গোড়ালিতে তীব্র ব্যথা অনুভব করেন। এরপর খোঁড়াতে খোঁড়াতেই ড্রেসিংরুমের দিকে চলে গেছেন, আর ফেরেননি অনুশীলনে। জানা গেছে, সুইসদের ফাউলেই ম্যাচের সময় এখানে চোট পেয়েছিলেন।
দলের চিকিৎসক রড্রিগো লাসমার অবশ্য জানিয়েছেন, পরের অনুশীলন সেশনেই ফিরতে পারেন নেইমার, ‘আমাদের সবাইকে ধৈর্য রাখতে হবে। তাকে বেশ কিছু বিশেষ ব্যায়াম করানো হচ্ছে। অনুশীলনের সময় যে ব্যথা ছিল সেটা কমে যাবে। আশা করি পরের অনুশীলনেই সে দলের সাথে যোগ দেবে। দ্বিতীয় ম্যাচেও তাকে একাদশে দেখা যাবে।’
এদিকে নেইমার নিজেও নিজের ইনসটাগ্রামে জানিয়েছেন, তিনি ব্যথা কাটিয়ে ফিরে আসার জন্য ‘কঠোর পরিশ্রম’ করছেন।