• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    'পর্তুগাল মানেই শুধু রোনালদো নয়'

    'পর্তুগাল মানেই শুধু রোনালদো নয়'    

    স্পেনের সঙ্গে ম্যাচের পর আসলে প্রশ্নটা উঠেই যেতে পারে। পর্তুগাল কি ক্রিশ্চিয়ানো রোনালদোর ওপর একটু বেশিই নির্ভরশীল? বার বার এমন প্রশ্ন ওঠাতেই বোধ হয় একটু বিরক্ত হলেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। মনে করিয়ে দিয়েছেন, পর্তুগাল শুধুই রোনালদোর ওপর নির্ভরশীল নয়।

     

     

    স্পেনের সঙ্গে ৩-৩ গোলের ড্রটা ছিল রোনালদোময়, দুর্দান্ত এক হ্যাটট্রিকে বিশ্বকাপ শুরু করেছেন। তবে দল হিসেবে পর্তুগাল সেভাবে খেলতে পারেনি। সান্তোস অবশ্য বললেন, পর্তুগাল শুধুই রোনালদোর ওপর নির্ভরশীল নয়, ‘ফুটবল কোনো ব্যক্তিগত খেলা নয়, দলীয় একটা খেলা। রোনালদো এখানে সবকিছু নয়। আমরা দল হিসেবে ভালো খেলতে চাই, কারও ব্যক্তিগত রেকর্ড ভাঙার জন্য আমরা খেলি না।’

    সান্তোস বলছেন, দল হিসেবে আজ তাদের হারাতে হবে মস্কোকে, ‘আমাদের রোনালদো ছাড়াও আরও ২২ জন খেলোয়াড় আছে। আমরা পর্তুগালের জাতীয় দল, আমাদের মরক্কোকে হারাতে হবে। অবশ্যই আমি চাই, রোনালদো এই ম্যাচেও ভালো করুক, কিন্তু একা তো ও জেতাতে পারবে না।’

    প্রথম ম্যাচে ইরানের কাছে মরক্কো হেরে গেলেও সান্তোস সতর্ক তাদের নিয়ে, ‘মরক্কো খুবই সুশৃঙ্খল একটা দল। ইউরোপিয়ান লিগে ওদের বেশ কিছু খেলোয়াড় আছে। আফ্রিকার সেরা দলগুলোর একটা তারা। আমরা ওদের খুবই সমীহ করছি। এই গ্রুপে এখনো কিছুই হয়নি, তাই আমাদের ফোকাস ঠিক রাখতে হবে।’