• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    "আমি আর মেসি একসাথে খেলতে পারি"

    "আমি আর মেসি একসাথে খেলতে পারি"    

    আইসল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে পাওলো দিবালাকে বেঞ্চেই বসিয়ে রেখেছিলেন কোচ হোর্হে সাম্পাওলি। লিওনেল মেসির সাথে খেলতে এখনও প্রস্তুত নন জুভেন্টাসের ফরোয়ার্ড- বিশ্বকাপের আগেই বলেছিলেন আর্জেন্টাইন কোচ। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ ‘ডি’-এর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোচের সাথে দ্বিমতই পোষণ করলেন দিবালা। মেসির সাথে জাতীয় দলে খেলতে প্রস্তুত তিনি- মিডিয়াকে জানিয়েছেন এমনটাই।

     

     

    “জাতীয় দলে বা বার্সেলোনায়- কোথাও মেসির কোনো বিকল্প নেই। সে বিশ্বের সেরা ফুটবলার। সেজন্যই আমার মনে হয় আর্জেন্টিনার হয়ে আমরা একসাথে খেলতেই পারি”, দিবালা বলেছেন সোজাসাপটা। প্রথম ম্যাচে না খেলায় ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে মুখিয়েই আছেন দিবালা, “গ্রুপপর্ব পেরুনোর জন্য আমাদের সবাইকে অবশ্যই একসাথে কাজ করতে হবে। বিশ্বের সেরা ফুটবলার আমাদের দলে, তাকে মার্ক করার জন্যই প্রতিপক্ষের রক্ষণ উঠেপড়ে লাগবে। আমাদের লক্ষ্য হবে মেসির বানানো ফাঁকা জায়গা দিয়ে আক্রমণ করে দলের জন্য ভাল কিছু করা।”