"সুইডেনের বিপক্ষে দেখা যাবে নতুন জার্মানিকে"
ছবি-গার্ডিয়ান
প্রথম ম্যাচেই অপ্রত্যাশিতভাবে হেরেছে তার দল। মেক্সিকোর কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কা জেগেছে ম্যানুয়েল নয়্যারের জার্মানির। তবে নয়্যারের মতে, জয় না পেলেও প্রথম ম্যাচের একাদশ বদলানোর প্রয়োজন নেই কোচ জোয়াকিম লোর। পরের ম্যাচে একই একাদশেই নাকি দকেহা যাবে ‘নতুন জার্মানিকে’।
দক্ষিণ কোরিয়া ও সুইডেনের বিপক্ষে শেষ দুই ম্যাচ জার্মানির কাছে ‘ফাইনালের’ সমান, জানালেন নয়্যার, ‘সব ম্যাচই আমাদের জন্য ফাইনাল। প্রথম ম্যাচের ফলাফল অবশ্যই হতাশার। এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। আমি বিশ্বাস করি আমাদের দলের সবাই পারফর্ম করতে পারে, দায়িত্বও নিতে পারে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে নিজের শতভাগ দিয়ে খেলাটাই আসল, একাদশে পরিবর্তন আনা কোনো সমাধান না।’
পরের ম্যাচে সুইডেনের কাছে হারলেই বাজবে বিদায়ঘণ্টা। ১৯৩৮ সালের পর এত দ্রুত বাদ যেতে হতে পারে গতবারের চ্যাম্পিয়নদের। সুইডিসদের বিপক্ষে দেখা যাবে না নতুন জার্মানিকে, বিশ্বাস নয়্যারের, ‘আমাদের কোন কোন জায়গায় উন্নতি করতে হবে সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখন আগের ম্যাচের ফলাফল তো বদলানো সম্ভব নয়। আমাদের প্রমাণ করতে হবে আমরা কতটা শক্ত দল। সুইডেনের বিপক্ষে নতুন জার্মানিকেই দেখবে সবাই।’
২৩ জুন রাত ১২ টায় মুখোমুখি হবে জার্মানি-সুইডেন।