'টেস্ট ক্রিকেট কোনো রকেট সায়েন্স নয়'
প্রথম সিরিজটাই বাংলাদেশের নতুন কোচ স্টিভ রোডসের জন্য বড় একটা পরীক্ষা। নিজেদের মাঠে রেকর্ডটা গত এক দশকে খুব ভালো ছিল না ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু কয়েক দিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে আভাস দিয়েছে দিনবদলের। বাংলাদেশের সিরিজের শুরুটা হতে যাচ্ছে টেস্ট দিয়েই। তবে রোডস বলছেন, টেস্ট এমন কোনো রকেট সায়েন্স নয়। সুতরাং এটা নিয়ে খুব জটিল করে ভাবার কিছু নেই।
নতুন কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর আজ দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলনে যোগ দিয়েছেন রোডস। আপাতত তিন দিনের প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন দেশে, এরপর উড়ে যেতে হবে ওয়েস্ট ইন্ডিজে। রোডস বাউন্সি উইকেটই আশা করছেন সেখানে।
‘আনাদের যাওয়ার আগে তিন দিন অনুশীলন আছে। শ্রীলঙ্কার সঙ্গে সিরিজেই আমরা দেখেছি, বাউন্সি উইকেট ওদের বোলারদের সামর্থ্যের সঙ্গে যায়। আমার মনে হয় আমাদের ক্ষেত্রেও একই হবে। আমাদের পেসারদের সেই সবুজ উইকেটের কথা মাথায় রেখেই অনুশীলন করতে হবে। নেটেও আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। তবে আমার মনে হয়, আমাদের প্রস্তুতি ম্যাচে ওরা উপমহাদেশের মতো স্লো উইকেটই রাখবে।’
কিন্তু টেস্টের জন্য বাংলাদেশের প্রস্তুতি কি যথেষ্ট? রোডস এখানে খুব বেশি চিন্তার কিছু দেখছেন না, ‘হ্যাঁ, টেস্ট খুব জটিল কিছু নয়। আমাদের শুরুটা একটু ভালো হতে হবে। এটা কোনো রকেট সায়েন্স না। একটা ভালো স্কোর বা প্রতিপক্ষকে অলআউট করে দেওয়া, এই তো। আমাদের চেষ্টা করতে হবে যেন ওরা আমাদের ওপর চড়ে বসতে না পারে।’
ঢাকায় আসার আগে এই সিরিজ কি ঠিক কী ভেবেছেন? রোডস আপাতত নতুন ছাত্রদের চেনার পেছনেই সময় দিচ্ছেন, ‘আমি আসলে খেলোয়াড়দের নিয়ে খুব বেশি কিছু জানি না। ইন্টারনেটেই বেশি ঘাঁটাঘাঁটি করছি। ইউটিউবে কিছু হাইলাইটস দেখেছি, অনেক মুখ চেনা হয়েছে। সত্যি বলতে কী, সময়ও খুব বেশি হাতে নেই। তবে ক্রিকেটারদের জন্য যা করা দরকার সবকিছু করতে আমি প্রস্তুত আছি।’
২৩ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। একটি প্রস্তুতি ম্যাচ খেলার পর ৪ জুলাই শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথমটি।