আর্জেন্টিনার জন্য মেসিকে কাঁদতেও দেখেছেন তাঁর মা
ছেলের যন্ত্রণা কে সবচেয়ে ভালো বোঝেন? লিওনেল মেসির মা তো কম দিন দেখেননি তা। ছেলে বিশ্বকাপ ফাইনাল থেকে শূন্য হাতে ফিরেছে, এরপর আরও দুবার কোপার ফাইনালে শিরোপার কাছে গিয়েও ছোঁয়া হয়নি। তবে বিশ্বকাপের চেয়ে বড় আর কিছু তো হতে পারে না। মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি সেই দুঃখটা জানেন। ছেলেকে তাই দেশের জন্য কাঁদতেও দেখেছেন কয়েক বার, বলেছেন মেসির চেয়ে আর কেউ বিশ্বকাপটা নিজের করে নিতে চায় না।
প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে পেনাল্টির সুযোগ পেয়েও গোল করতে পারেননি মেসি। সেটা নিয়ে কম সমালোচনাও শুনতে হয়নি। তবে মেসির মা ব্যথাটা বুঝতে পারছেন অনেক দূর থেকেই, ‘ওর স্বপ্ন বিশ্বকাপ জেতা, এটা ওর সবচেয়ে বড় ইচ্ছাগুলোর একটি। আমি দেশের জন্য ওকে কাঁদতেও দেখেছি। ওর চেয়ে আর কেউ বিশ্বকাপ এভাবে চায় না। এটার জন্য সে অন্য যে কারও চেয়ে বেশি দিতে তৈরি।’
২০১৬ সালে কোপার ফাইনালে হেরে যাওয়ার পর অবসরও নিয়ে নিয়েছিলেন মেসি। পরে অবশ্য ফিরে এসেছেন, দলকে হ্যাটট্রিক করে নিয়ে গেছেন রাশিয়া। তবে খোদ আর্জেন্টিনাতেই তাঁকে নিয়ে সমালোচনা হয়েছে। কুচ্চিত্তিনি বলেছেন, এসব সমালোচনা তাদেরও আহত করে, ‘লিওকে কিছু বললে আমাদেরও তাতে কষ্ট হয়। যখন মানুষ বলে জাতীয় দলের জন্য ওর অনুভূতি নেই বা ও নিজের সেরাটা দেয় না তখন একজন মা হিসেবে আমি কষ্ট পাই। ভাগ্য ভালো, অনেকেই ওকে ভালোবাসে। সেও এই ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করে।
এই বিশ্বকাপের আগে মেসিকে নির্ভার দেখেছেন বলেও জানিয়েছেন, ‘আমি ওকে অনেক শান্ত আর আত্মবিশ্বাসী দেখেছি। আমি বলেছি নিজের খেলাটা উপভোগ করতে, ছেলেবেলায় যেভাবে খেলত সেভাবে খেলতে। আমরা পুরো পরিবার ওর পাশে আছি।’
কাল (বৃহস্পতিবার) মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি আর্জেন্টিনা, মেসি পাচ্ছেন আরেকটি সুযোগ। তার আগে সতীর্থ গ্যাব্রিয়েল মের্কাদো বলেছেন, মেসি বেশ চনমনেই আছেন, ‘লিও আর সবার মতোই পরের ম্যাচটা খেলতে মুখিয়ে আছে। আমরা সবাই বেশ ফুরফুরেই আছি, আইসল্যান্ডের ম্যাচে কী হয়েছে সেটা মাথা থেকে ঝেড়ে ফেলেছি। আমাদের মাথায় এখন শুধুই পরের ম্যাচ, সেটাতেই আমাদের সব মনযোগ।’
সূত্রঃ ইএসপিএন