আর্জেন্টিনা হারলে শুধু মেসিকেই কেন দায়ী করা হয়: সাম্পাওলি
ছবি-গোল ডটকম
আর্জেন্টিনা ম্যাচ হেরেছে, চলছে সেই হারের ‘ময়নাতদন্ত’। দোষী আসলে কে? বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের আঙুলটা ওঠে একজনের দিকেই, তিনি লিওনেল মেসি। আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি সমর্থকদের বলছেন, হারের দায় যেন শুধু মেসির ওপরই না যায়।
আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিসের পর মেসি নিজেই বলেছিলেন, ড্রয়ের জন্য তিনিই দায়ী। তবে মেসির সাথে একমত নন সাম্পাওলি, ‘মেসিকে কেনও একা দোষারোপ করা হবে যখন সে গোল করে, তখন তো সবাই উল্লাস করে। কিন্তু যখন সে মিস করে, তখন আমরা তার সাথে এমন আচরণ করি কেনও? এভাবে দোষারোপ করা খুব সহজ কাজ।’
দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততেই হবে আর্জেন্টিনাকে। হোঁচট খেলেই জাগবে বাদ পড়ার শঙ্কা। এরকম ম্যাচকে সামনে রেখে মেসিকে আগের ম্যাচে সেই পেনাল্টি মিসের কথা ভুলে যেতে বলেছেন সাম্পাওলি, ‘আমি মেসিকে বলেছি, এটা সব আর্জেন্টাইনের বিশ্বকাপ। তুমি ভুল করেছো, আমি ভুল করেছি, আমরা সবাই ভুল করেছি। যখন সময় খারাপ যায় তখন সবাইকে একসাথে থাকতে হবে।’
হয়ত এটাই মেসির শেষ বিশ্বকাপ। বিশ্বকাপ না জিতলেও মেসি যে ম্যারাডোনার মতো আর্জেন্টিনার ‘সুপারহিরো’, সেটা অকপটেই স্বীকার করছেন সাম্পাওলি, ‘মেসি দলে থাকলে আমরা ৩-৪ টা ম্যাচ হেরেছি। তাকে আটকানোর জন্য বেশ কয়েজন ডিফেন্ডার থাকে, তাই অন্যদিকে ফাঁকা পায় আমাদের ফরোয়ার্ডরা। সে জাতীয় নায়ক, ম্যারাডোনার মতোই। সব আর্জেন্টাইনই ১০ নম্বর জার্সি পরতে চায়, শুধুমাত্র তার ও ম্যারাডোনার জন্যই।’