ভিএআরের ধাক্কা সামলাতে না পেরে অসুস্থ ইরানের স্টাফ
সায়েদ এজতেলাহি গোল করার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ল ইরানের ডাগআউট। মাঠে তখন ঢুকে পড়েছেন রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়েরা, কোচিং স্টাফদের কেউ কেউ। এর মধ্যে এজতেলাহিকে জড়িয়ে ধরে উদযাপনও শুরু করে দিয়েছেন সতীর্থেরা। কিন্তু পাক্কা ২০ সেকেন্ড পরে ভিডিও সহকারী রেফারী বললেন, গোলটা অফসাইড ছিল। আর সেই ধাক্কা সামলাতে না পেরে শেষ পর্যন্ত হাসপাতালেই যেতে হয়েছে ইরানের এক কোচিং স্টাফকে।
স্পেনের সঙ্গে গোল হজমের পর এজতেলাহির ওই গোলে সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিল ইরান। কিন্তু শেষ রক্ষা হয়নি। গোল বাতিলের সিদ্ধান্ত এতোটাই আঘাত হয়ে এসেছিল, একজন স্টাফ সেটা সহ্যই করতে পারেননি। পরে তাঁকে নিতে হয়েছে হাসপাতালে। ইরানের কোচ কার্লোস কুইরোজ বলেছেন, ‘ভিএআর সিদ্ধান্তের পর আমাদের একজন স্টাফ বেশ অসুস্থ হয়ে পড়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, আশা করছি খুব দ্রুত সে সুস্থ হয়ে উঠবে। আমাদের প্রার্থনা আছে তার সঙ্গে।’
তবে সেই স্টাফ কে বা কতটা অসুস্থ হয়ে পড়েছেন সেটা বলেননি কুইরোজ। গ্রুপ বি তে এখন স্পেনের ও পর্তুগালের পয়েন্ট ৪, ইরানের ৩। পর্তুগালের সঙ্গে শেষ ম্যাচে জিততে না পারলে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা বড় ধাক্কা খাবে ইরানের।