ভিএআর নিয়ে ব্রাজিলের আবেদন নাকচ করল ফিফা
ছবি-ইন্ডিয়ান এক্সপ্রেস
সুইজারল্যান্ডের বিপক্ষে সেই ড্র হওয়া ম্যাচে যে গোলটা হজম করেছিল ব্রাজিল, সেটা নিয়ে আপত্তি ছিল শুরু থেকেই। ভিএআরের সঠিক ব্যবহার হয়নি, ব্রাজিলের পক্ষ থেকে এমন দাবিই তোলা হয়েছিল, ফিফার কাছে আনুষ্ঠানিক আবেদনও করেছিল তারা। তবে ফিফা এই আবেদন নাকচ করে বলেছে, রেফারির সিদ্ধান্তই সঠিক ছিল।
তখন ব্রাজিল ১-০ গোলে এগিয়ে। ৫০ মিনিটে কর্নার থেকে গোল করে সমতা ফেরালেন স্টিভেন জুভ। তবে হেডের আগে তার সামনে থাকা ডিফেন্ডার মিরান্ডাকে ধাক্কা নিয়েই বলের কাছে গিয়েছেন, এমন দাবি ছিল ব্রাজিলিয়ানদের। রেফারির কাছে আবেদন করা হলেও গোল বাতিল হয়নি। ব্রাজিলের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘রেফারির ওই দুইটি সিদ্ধান্ত পরিস্কার ও নিশ্চিত ভুল ছিল। এই ঘটনাগুলো তাই রিভিউ হওয়ার কথা ভিএআরের মাধ্যমে।’
তদন্তের পর ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, রেফারি গোলের যে সিদ্ধান্ত দিয়েছিলেন, সেটাই ঠিক ছিল। এই সিদ্ধান্তের পরেও ব্রাজিল ফুটবল ফেডারেশন বলছে, ভিএআর পদ্ধতির সঠিক ব্যবহার নিশ্চিত করতেই তারা রেফারির এরকম ভুলের ব্যাপারে ফিফার সাথে ভবিষ্যতে আলোচনায় বসতে চায়।