• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    নবজাতকের জন্য সতীর্থকে দেশে পাঠাল ডেনমার্ক ফুটবলাররা

    নবজাতকের জন্য সতীর্থকে দেশে পাঠাল ডেনমার্ক ফুটবলাররা    

    বিশ্বকাপ চলছে, এমন সময় দল ছাড়ার কথা কি ঘুণাক্ষরেও ভাবা যায়? কিন্তু ডেনমার্কের জোনাস নুডসেনকে সতীর্থেরা রীতিমতো চাঁদা তুলেই পাঠিয়ে দিয়েছেন দেশে। সন্তানের বাবা হওয়ার জন্য ডেনিশ ডিফেন্ডারকে এটা ছিল সতীর্থদের উপহার।

    নতুন অতিথি সংসারে আসার কথা ছিল আরও পরে। কিন্তু একটু আগেভাগে বিশ্বকাপের সময় চলে এসেছে সে। এদিকে নুডসেন প্রহর গুনছিলেন অপেক্ষার, তার আর তর সইছিল না। গোলরক্ষক কাসপার স্মাইকেল যা বলেছেন, সেটা সবার জন্য অনুকরণীয় হতে পারে, ‘আমরা মানবিক দিকটা দেখার চেষ্টা করেছি। আমাদের স্কোয়াডে বাবা আছে অনেক। আমরা জানি এরকম সময়ে সন্তানের পাশে থাকতে না পারলে কেমন লাগে। আমরা চেয়েছিলা ওর জন্য যে কোনো কিছু করতে।’

     

     

    সেজন্য স্মাইকেলরা সবাই মিলে একটা প্রাইভেট জেট করে সতীর্থকে পাঠিয়ে দিয়েছেন দেশে। সেখানে নবজাতককে দেখে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তবেই নুডসেন ফিরেছেন রাশিয়ায়।

     

     

    পেরুর সঙ্গে প্রথম ম্যাচ ড্র করার পর আজ আবার মাঠে ফিরছে ডেনমার্ক। দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।