"রেফারি রোনালদোর জার্সি চেয়েছেন", অভিযোগ অস্বীকার ফিফার
পর্তুগালের সঙ্গে মরক্কোর ম্যাচে আমেরিকান রেফারি মার্ক গেইগার প্রথমার্ধ শেষে বিরতির সময় ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে তার জার্সি চেয়েছিলেন, মরক্কোর এমন অভিযোগ অস্বীকার করেছে ফিফা। ম্যাচের পর নরদিন আমরাবাত বলেছিলেন, তিনি পেপের কাছ থেকে শুনেছেন, গেইগার রোনালদোর জার্সি চেয়েছিলেন। এ নিয়ে বেশ ক্ষিপ্ত ছিলেন তিনি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, “গ্রুপ বি-তে পর্তুগাল ও মরক্কোর ম্যাচের পর রেফারি মার্ক গেইগারকে নিয়ে সংবাদমাধ্যমে যেসব খবর ফিফা দেখেছে, এটা খুবই দুঃখ ও হতাশার ব্যাপার। এখানে দাবি করা হয়েছে, মিস্টার গেইগার হাফ-টাইমের বিরতিতে পর্তুগাল অধিনায়কের জার্সি চেয়েছিলেন। মিস্টার গেইগার জোরালোভাবে এসব দাবি নাকচ করেছেন, এবং এমন কোনও অনুরোধ করা হয়নি বলেও জানিয়েছেন।”
আমরাবাতের নাম না আনলেও ফিফার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে “একজন”-এর কথা, “ফিফা সর্বতভাবে মরক্কো দলের একজন সদস্যের এমন অভিযোগের নিন্দা জানাচ্ছে। ২০১৮ বিশ্বকাপে ফিফা রেফারিদের আচরণ ও খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক নিয়ে পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে। মিস্টার গেইগার পেশাদারিত্বের সঙ্গে নিযুক্ত ম্যাচ অফিশিয়ালের মতোই দৃষ্টান্তমূলকভাবে দায়িত্ব পালন করেছেন।”
আমরাবাতের এমন অভিযোগ ফেয়ার-প্লের অবমাননা বলেও মনে করিয়ে দিয়েছে ফিফা, “ফেয়ার-প্লের সকল নীতি মেনে চলার ব্যাপারে সব দলের দায়িত্বের কথা ফিফা তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে।”