পরের রাউন্ডে যেতে হলে আর্জেন্টিনাকে যা করতে হবে
ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে যাওয়ায় অনেক হিসাব-নিকাশের ওপর নির্ভর করছে আর্জেন্টিনার পরের রাউন্ডে যাওয়া। অবশ্য নাইজেরিয়ার কাছে আইসল্যান্ড ২-০ গোলে হেরে গিয়ে সমীকরণ কিছুটা সহজ করে দিয়েছে আর্জেন্টিনার জন্য।
২ ম্যাচ শেষে ক্রোয়েশিয়ার পয়েন্ট ৬ (গোল ব্যবধান +৫), নাইজেরিয়ার পয়েন্ট ৩ (গোল ব্যবধান ০), আইসল্যান্ডের পয়েন্ট ১ (গোল ব্যবধান -২) আর আর্জেন্টিনার পয়েন্ট ১ (গোল ব্যবধান -৩)।
ক্রোয়েশিয়ার বিপক্ষে আইসল্যান্ড হারলে বা ঐ ম্যাচ ড্র হলেঃ
নাইজেরিয়াকে হারালেই দ্বিতীয় রাউন্ডে চলে যাবে আর্জেন্টিনা।
আইসল্যান্ড ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতে গেলেঃ
- নাইজেরিয়ার সঙ্গে জিততেই হবে আর্জেন্টিনাকে
- আইসল্যান্ড যে ব্যবধানে জিতবে তার চেয়ে ১ গোল বেশি ব্যবধানে জিততে হবে আর্জেন্টিনাকে। সেক্ষেত্রে আইসল্যান্ডের সাথে সমান গোল ব্যবধান হলেও গোল বেশি করার জন্য আর্জেন্টিনার ভাগ্যে শিঁকে ছিঁড়বে।
তো, হিসাব যাই হোক, আর্জেন্টিনাকে জিততেই হচ্ছে শেষ ম্যাচ।