মেসি একাই দলকে জেতাবেন এমন আশা করাটা ভুল : মডরিচ
পুরো ম্যাচেই ছিলেন নিজের ছায়া হয়ে। যেই ম্যাচে তাকে সবচেয়ে বেশি দরকার ছিল আর্জেন্টিনার, সেই ম্যাচেই লিওনেল মেসি নিজেকে হারিয়ে খুঁজেছেন। ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে এখন খাদের কিনারায় তারা। প্রতিপক্ষ অধিনায়ক লুকা মডরিচ অবশ্য বলছেন, সবসময় মেসি একাই দলকে জেতাবেন, এমন আশা করাটা ভুল।
সতীর্থদের সাহায্য ছাড়া ম্যাচ জেতা যায় না, মনে করিয়ে দিলেন মডরিচ, ‘সে অসাধারণ একজন ফুটবলার। কিন্তু প্রতি ম্যাচেই আপনি তাঁর ওপর নির্ভর করতে পারেন না। ফুতবলে জিততে হলে সতীর্থদের সাহায্য লাগবেই, আপনি যত বড় ফুটবলারই হন না কেন। আমরা তাকে ভালোভাবেই আটকেছি, তাকে যেন কেউ বল দিতে না পারে সেটাও নিশ্চিত করেছি। এটা করাটা খুব জরুরি ছিল।’
যোগ্য দল হিসেবেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া, জানালেন মডরিচ, ‘দলের সবাই দারুণ খেলেছে। আমরাই আজকে যোগ্য দল হিসেবে জিতেছি, এতে কোনো সন্দেহ নেই। আরও গোল হতে পারত, প্রথমার্ধে আমরা নিশ্চিত তিনটি সুযোগ নষ্ট করেছি। আর্জেন্টিনার গোলরক্ষকের ওই ভুল আরও সাহায্য করেছে ক্রোয়েশিয়াকে।’
শেষ ১৬ নিশ্চিত করতে আর্জেন্টিনার সামনে রয়েছে কঠিন সমীকরণ। মেসি কি পারবেন নাইজেরিয়ার বিপক্ষে শেষ ম্যাচে জ্বলে উঠতে?