• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    হারের জন্য আমিই দায়ী: সাম্পাওলি

    হারের জন্য আমিই দায়ী: সাম্পাওলি    

    ছবি-গোলডটকম 

    একবার করে বল জালে জড়াচ্ছে, আর ডাগআউটে তাঁর মুখ মলিন থেকে মলিনতর হচ্ছে। মাঠে দলের দুরবস্থা যে ভালোভাবেই ছুঁয়েছে কোচ হোর্হে সাম্পাওলিকে, সেটা তাঁর চেহারাই বলে দিচ্ছিল। ম্যাচ শেষে সাম্পাওলি অকপটে স্বীকার করে নিলেন, ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের জন্য তিনিই দায়ী।

    একাদশ নির্বাচন নিয়ে টুর্নামেন্টের শুরু থেকেই নানা প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। গতকালও তার ব্যতিক্রম হয়নি। ম্যাচের সব ব্যাপারে তাঁর হিসাব নিকাশে ভুল ছিল বলেই মেনে নিলেন সাম্পাওলি, ‘সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমারই। তাই হারের দায়টাও আমার। খুব বেশি কষ্টদায়ক ছিল ম্যাচের ফলাফল। আমার পর্যবেক্ষণে অনেক ভুল ছিল স্বীকার করে নিচ্ছি।’

     

     

    ক্রোয়েশিয়ার বিপক্ষে তাদের কোনো পরিকল্পনাই কাজ করেনি, বলছেন সাম্পাওলি, ‘আমরা সঠিক একাদশ খেলাতে পারিনি। ভেবেছিলাম প্রতিপক্ষকে চাপে ফেলতে পারব। কিন্তু প্রথম গোলের পর আর ফিরে আসা সম্ভব হয়নি। আর্জেন্টিনার মানুষদের আমরা হতাশ করেছি। বহু বছরে এরকম বাজে অনুভূতি আর হয়নি।’

    পরের রাউন্ডে যেতে হলে অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে মেসিদের। তবে প্রথমে নাইজেরিয়ার বিপক্ষে জয়ের দিকেই মনোযোগ দিতে চান সাম্পাওলি, ‘আমাদের আর একটাই ম্যাচ বাকি আছে। সেটা তো আগে জিততে হবে। আমরা নিজেদের সাধ্যমতো করেছি। যেসব ভক্তরা রাশিয়াতে খেলা দেখতে এসেছেন আর্জেন্টিনা থেকে, তাদের কাছে ক্ষমা চাইছি।’