• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    "নেইমারকে ফাউল করবে না কোস্টারিকা"

    "নেইমারকে ফাউল করবে না কোস্টারিকা"    

    সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে রেকর্ড সংখ্যক ফাউলের শিকার হয়েছিলেন তিনি। সেই ফাউলের রেশ ধরে আবারো ইনজুরির শঙ্কায় পরেছিলেন নেইমার। আজ কোস্টারিকার বিপক্ষে ম্যাচের আগে তাদের কোচ অস্কার রামিরেজ ব্রাজিলকে আশ্বস্ত করছেন, তাঁর দলের ফুটবলাররা নেইমারকে অযথা ফাউল করবে না।

     

     

    কিছুদিন আগেই ইনজুরি থেকে ফেরা নেইমারকে সুইসরা ফাউল করেছিল ১০ বার। ১৯৬৬ সালের পর কোনো ব্রাজিলিয়ানকে বিশ্বকাপের এক ম্যাচে এতবার ফাউল করা হয়নি। ফাউলের কারণে পায়ের গোড়ালিতে ব্যথাও পেয়েছিলেন নেইমার, অনুশীলনের প্রথম সেশনে কাটিয়েছেন মাত্র ১৫ মিনিট। দ্বিতীয় সেশনে অবশ্য ব্যথা কাটিয়ে ছিলেন পুরো সময়ই।

     

    সুইজারল্যান্ডের মতো নেইমারকে ফাউল করবে না কোস্টারিকানরা, জানালেন রামিরেজ, ‘নেইমারের কৌশলের ব্যাপারে আমরা সবাই জানি। সে দুর্দান্ত একজন ফুটবলার। আমরা দেখেছি কীভাবে সবাই তাকে আটকানোর চেষ্টা করে। আমরা এরকম করব না, তাকে বাজেভাবে ফাউলও করা হবে না।’

    ফাউল না করলে নেইমারকে আটকাবেন কীভাবে? রামিরেজ মানছেন, ফাউল ছাড়াও নেইমারকে আটকানোর পরিকল্পনা সাজাচ্ছেন তারা, ‘আমরা আমাদের মতো করে তাকে আটকাবো। তাকে ঠেকানোর জন্য দুইজন ডিফেন্ডার রাখতে হবে হয়ত। তবে কোনভাবেই তাকে ফাউল করে আটকানো হবে না। আমার ফুটবলাররাও এটা জানে ও এটাই করবে।’

    আজ সন্ধ্যা ৬ টায় মুখোমুখি হবে ব্রাজিল ও কোস্টারিকা।