• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    এবার ছিটকে গেলেন দানিলোও

    এবার ছিটকে গেলেন দানিলোও    

    চোট যেন ব্রাজিল রক্ষণের পিছুই ছাড়ছে না। বিশেষ করে রাইটব্যাক পজিশনটাই যেন অপয়া। বিশ্বকাপের আগে দানি আলভেস ছিটকে পড়েছিলেন চোটের জন্য। ম্যানচেস্টার সিটির দানিলো তাঁর জায়গায় সুযোগ পেয়েছিলেন, প্রথম ম্যাচেও খেলেছিলেন। এবার উরুর সমস্যায় দানিলোও আজ খেলতে পারবেন না কোস্টারিকার বিপক্ষে।

     

     

    কাল জানা গেছে, দানিলো অনুশীলনে উরুর চোটে পড়েছেন। আজ নামা হচ্ছে না, তবে টুর্নামেন্টের বাকি ম্যাচে খেলবেন কি না তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপাতত ফিজিওথেরাপি চলছে তাঁর, আর আজ দানিলোর জায়গা নেবেন করিন্সথিয়ানসের রাইট ব্যাক ফাগনার। আলভেস ফিট থাকলে ফাগনার বিশ্বকাপ খেলারই সুযোগ পেতেন না, আর এখন খেলছেন প্রথম একাদশে। ফাগনার ছাড়া বাকি একাদশ অপরিবর্তিতই থাকার কথা।

    প্র্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করার পর আজ মাঠে নামছে ব্রাজিল। আর কোস্টারিকা প্রথম ম্যাচটা হেরে গিয়েছিল সার্বিয়ার কাছে।