• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
  • " />

     

    "সিরিয়াস" অপরাধ স্বীকার করলেন হাথুরুসিংহে-চান্ডিমালরা

    "সিরিয়াস" অপরাধ স্বীকার করলেন হাথুরুসিংহে-চান্ডিমালরা    

    শ্রীলঙ্কা অধিনায়ক দীনেশ চান্ডিমাল, কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ম্যানেজার আসাংকা গুরুসিনহা “ক্রিকেটের চেতনাবিরোধী আচরণ”-এর কোড ভাঙার কথা স্বীকার করেছেন। এই অপরাধে দুই থেকে চারটি টেস্ট অথবা চার থেকে আটটি ওয়ানডেতে নিষিদ্ধ হতে পারেন তারা। 

    আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন তাদের বিরুদ্ধে লেভেল থ্রি ধরনের আচরণবিধি ভাঙার অভিযোগ এনেছেন। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন সকালে খেলা শুরুর দশ মিনিট আগে আম্পায়ারদের বল টেম্পারিংয়ের অভিযোগ আনার পর মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছিল শ্রীলঙ্কা। ফলে খেলা শুরু হয়েছিল নির্ধারিত সময়ের দুই ঘন্টা পর। 

    শ্রীলঙ্কাকে পাঁচ রানের পেনাল্টির সঙ্গে বলও পরিবর্তন করেছিলেন আম্পায়াররা। তাদের অভিযোগ ছিল, কৃত্রিমভাবে বলের কন্ডিশন পরিবর্তন করার চেষ্টা করেছে শ্রীলঙ্কানরা। 

    চান্ডিমাল-হাথুরুসিংহে-গুরুসিনহার শুনানির জন্য মাইকেল বিলোফ কিউসিকে নিয়োগ করেছে আইসিসি। বিলোফকে শ্রীলঙ্কানদের পক্ষ থেকে যা বলা হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে, যে দুই ঘন্টা খেলা শুরু হতে দেরি হয়েছে, তার সবটুকুই তাদের খেলার অনাপত্তির কারণে নয়। তারা ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চাচ্ছিলেন। 

    তাদের মতে, তাৎক্ষণিক আর কোনও পেনাল্টি করা হবে না, এমনটা ভেবেই তারা খেলতে নেমেছিলেন, নির্ধারিত সময়ের ১ ঘন্টা ২০ মিনিট পর। তবে এ সময় আম্পায়াররা বল পরিবর্তন করেছেন। এরপরই আবার উঠে গেছে শ্রীলঙ্কা দল, নেমেছে এরও চল্লিশ মিনিট পর। 

     

     

    এরকম ঘটনার ফলটা কী হতে পারে, সেটা নিয়ে প্রবল মতবিরোধ আছে। বলা হচ্ছে, আদতে কোনোরকম সমঝোতাই হয়নি ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে। যেটা হয়েছে, সেটা ভুল বুঝাবুঝি। খেলা শুরু হওয়ার পর শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছিল, তারা খেলছেন অনিচ্ছাসত্ত্বেও।

    বল টেম্পারিংয়ের অভিযোগে শ্রীলঙ্কা অধিনায়ক দীনেশ চান্ডিমালকে এক টেস্টের জন্য নিষিদ্ধ করেছেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। সেটার বিরুদ্ধেও আপিল করেছেন চান্ডিমাল।