রোনালদোর গোল নিয়ে প্রশ্ন ফ্যাব্রিগাসের
প্রথম ম্যাচেই স্পেনের সঙ্গে হ্যাটট্রিক, পরের ম্যাচে মরক্কোর সঙ্গে একমাত্র গোলটিও ক্রিশ্চিয়ানো রোনালদোরই। রাশিয়া বিশ্বকাপে পর্তুগালের চারটি গোলের সবকটিই রিয়াল মাদ্রিদ তারকার, তবে তার গোলগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন সেস ফ্যাব্রিগাস। তার মতে, পর্তুগালে রোনালদোর অবদান আদতে ততোটা আহামরি নয়। আর বিশ্বকাপে আর্জেন্টিনার দুর্দশার দায়ভারও লিওনেল মেসির নয় বলেই মত ফ্যাব্রিগাসের।
স্পেনের বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া ফ্যাব্রিগাস এখন কাজ করছেন বিবিসিতে, বিশ্লেষক হিসেবে। সেখানেই এক কলামে তিনি লিখেছেন, রোনালদোর গোলগুলো এসেছে “সেট-পিস, পেনাল্টি অথবা ভুল থেকে”।
সাবেক বার্সেলোনা সতীর্থ মেসির অবশ্য প্রশংসাই করেছেন ফ্যাব্রিগাস, ক্রোয়েশিয়ার সঙ্গে হেরে খাদের কিনারে চলে যাওয়া আর্জেন্টিনার মানসম্পন্ন ফুটবলারের অভাবকেই দায়ী করেছেন তিনি।
“ক্রোয়েশিয়ার বিপক্ষে মেসির ঘটনাটাও একই। তবে এটা তার দোষ নয়”, ফ্যাব্রিগাস বলছেন, “টিভি বিশ্লেষণে আমি যেমন বলেছি, আর্জেন্টিনাকে দেখে বিধ্বস্ত একটা দল মনে হয়েছে।”
“এটা তার জন্য খুবই কঠিন একটা কাজ তাই। তার পেছনে তেমন মানসম্পন্ন কেউ নেই, তার এমন কারও প্রয়োজন হয়, যে খেলাটা তৈরি করে দিতে পারবে।”
আর রোনালদোর ব্যাপারে ফ্যাব্রিগাসের মত, রোনালদোকে তার দলের জন্য সেভাবে পরিশ্রম করতে হচ্ছে না। সে কারণেই এতো উজ্জ্বল তিনি।
“এখনকার পর্তুগালে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভূমিকাটা বেশ ভিন্ন। সে মূলত সামনের দিকেই থাকে, তাকে পুরো মাঠে খেলতে দেখা যাবে না। রাশিয়ায় সে অনেক বড় নাম, বিশ্বকাপে গোলের হিসেবে তার শুরুটাও এখন পর্যন্ত দুর্দান্ত হয়েছে।”
“হ্যাঁ, সে ভাল খেলছে। তবে সে আসলে কী করেছে- একটা পেনাল্টি থেকে গোল, একটা ফ্রি-কিক থেকে, একটা কর্নার থেকে, আর এমন একটা যেটা ডি গিয়ার সেভ করা উচিৎ ছিল। পর্তুগাল দারুণ কম্বিনেশন দেখিয়েছে বা টিকি-টাকা ফুটবল খেলেছে, এটা আপনি বলতে পারবেন না।”
“তাকে কৃতিত্ব দিতে হবে, তবে তার গোলগুলো সেট-পিস, পেনাল্টি বা ভুল থেকেই তো এসেছে।”
গ্রুপ-পর্ব পেরুতে শেষ ম্যাচটা নাইজেরিয়ার বিপক্ষে জিততেই হবে আর্জেন্টিনাকে। আর ইরানের সঙ্গে একটা পয়েন্ট পেলেই পরের রাউন্ডে যাবে পর্তুগাল।