ক্রোয়েশিয়া সমর্থককে মারধর করল আর্জেন্টিনা সমর্থকরা
৩-০ গোলে হেরেছে দল, স্বভাবতই আর্জেন্টিনাই ভক্তদের হতাশা ছিল চরম পর্যায়ে। কেউ কেঁদেছেন, কেউবা শূন্য দৃষ্টিতে তাকিয়ে ছিলেন মাঠের দিকে। তবে দলের এমন হারে মেজাজ হারিয়েছেন বেশ কয়েকজন আর্জেন্টাইন। ম্যাচের সময় ক্রোয়েশিয়ার দুই সমর্থককে বেধড়ক পিটিয়েছে কিছু আর্জেন্টিনা সমর্থক।
নিজনি নভোগদ স্টেডিয়ামে ম্যাচের এক পর্যায়ে ক্রোয়েশিয়ার দুই সমর্থকের ওপর চড়াও হয় ৫ জন আর্জেন্টাইন সমর্থক। গ্যালারির টানেলে তাদের দুইজনকে ফেলে ক্রমাগত লাথি, ঘুসি মারতে থাকেন তারা। কয়েকজন আর্জেন্টাইন সমর্থক অবশ্য এই মারামারি বন্ধ করতে এসেছিলেন, তবে খুব একটা লাভ হয়নি। এক পর্যায়ে হামলা করা সমর্থকরা নিজেরাই চলে যায়।
পরবর্তীতে দুই দলের কিছু সমর্থক মিলে আহত অবস্থায় ওই দুইজনকে মাঠের বাইরে নিয়ে যান। এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। ঠিক কী কারণে এই হামলা, সেটা অবশ্য জানা যায়নি।
মাঠের নিরাপত্তা কর্মীরা বলছেন, খেলার সময় কোনো ধরনের হামলার শিকার হয়নি কেউ। তবে ফিফার চোখে পড়েছে ভিডিও ফুটেজটি। এক মুখপাত্র বলছেন, ‘তথাকথিত কিছু ফুটবল সমর্থকের এরকম আচরণ মেনে নেওয়া যায়না। ফুটবলে এরকম আচরণের কোনো জায়গা নেই। তাদের সনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।’