• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    ভালোবাসার 'অত্যাচারে' বিরক্ত মেক্সিকো ফুটবলাররা

    ভালোবাসার 'অত্যাচারে' বিরক্ত মেক্সিকো ফুটবলাররা    

    ভালোবাসার অত্যাচার বলে যদি কিছু থেকেই থাকে, মেক্সিকো ফুটবলারদের চেয়ে কেউ সেটা ভালোভাবে টের পাচ্ছে বলে মনে হয় না। সমর্থকেরা প্রিয় দলের জন্য গলা ফাটাবে, স্লোগান ধরবে এসব স্বাভাবিক। কিন্তু যখন ভালোবাসার আতিশায্যে খেলোয়াড়দের মিনতি করতে হয় সেটা কমানোর জন্য, ব্যাপারটা কেমন লাগে কল্পনা করুন তো ?

    রোস্তভে মেক্সিকোর খেলোয়াড়দের এই অভিজ্ঞতাই হয়েছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে গ্রুপ পর্বের ম্যাচের আগেই হোটেলের আশেপাশে আস্তানা গেড়েছে মেক্সিকান সমর্থকেরা। মারিয়াচি নামের ব্যান্ড লাগাতার ড্রাম বাজিয়ে যাচ্ছে, এর মধ্যে সমর্থকেরা আবার অনুরোধ করছে খেলোয়াড়দের যেন তাদের একটু সময় দেওয়া যায়। শেষ পর্যন্ত কাল রাত দশটার সময় ধৈর্যের বাঁধ ভেঙে গেছে মেক্সিকো খেলোয়াড়দের।

    দলের অভিভাবক ও সবচেয়ে অভিজ্ঞ রাফায়েল মার্কেজ পরে নিচে এসে হাতজোড়ের মতো করেই বলেছেন, ‘যে সমর্থন পাচ্ছি এতে আমরা খুবই রোমাঞ্চিত। ব্যক্তিগতভাবে আমি নিজে মনে করি এটা আমাদের জন্য অনেক বড় পাওনা। কিন্তু এবার আমাদের একটু বিশ্রাম করার সুযোগ দিলে ভালো হয়।’

     

     

    ‘আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, সেখানে আপনাদের সমর্থন আমাদের দরকার। সবাই সেখানে আমাদের পাশে থাকবেন, সেটাই আমরা চাই।’

    মার্কেজের কথায় কাজ হয়েছে, সেটা অবশ্য সাথে সাথে বোঝা যায়নি। ‘ইউ আর গ্রেট মার্কেজ’, স্লোগানের পরেই মার্কেজকে নিয়ে শুরু হয়েছে উচ্চস্বরে গান। পরে অবশ্য জাতীয় দলের টুইটার অ্যাকাউন্ট থেকেও একই অনুরোধ করা হয়েছে সমর্থকদের।

    প্রথম ম্যাচেই জার্মানিকে হারিয়ে দেওয়ার পর মেক্সিকো সমর্থকেরা একটু বেশি তেঁতে থাকতেই পারেন। প্রায় ২০ হাজার সমর্থক এসেছে রোস্তভে, দক্ষিণ কোরিয়ার ম্যাচে তারা থাকবেন গ্যালারিতে।