চেচনিয়ার নাগরিকত্ব পাচ্ছেন সালাহ
ছবি-টুইটার
এই মৌসুমে তার খেলা মুগ্ধ করেছে ফুটবলপ্রেমীদের। কাঁধের ইনজুরির কারণে মিশরের হয়ে প্রথম ম্যাচে খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে নেমেই গোল পেয়েছেন মোহামেদ সালাহ। তার খেলার মুগ্ধ হয়ে এবার সালাহকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করলেন চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কেদ্রভ।
গত ১০ জুন প্রথমবারের মত কেদ্রভ হাজির হয়েছিলেম মিশরের অনুশীলনে। গ্রজনির স্টেডিয়ামে এসেও সালাহর খেলতে দেখতে পাননি । প্রায় আধঘণ্টা অনুশীলন দেখে মিশর দলের সাথে তাদের হোটেলে গিয়েছিলেন। সেখানে সালাহর সাথে দেখা করে তার ইনজুরি নিয়ে কথা বলেছিলেন, দ্রুত সুস্থতাও প্রার্থনা করেছিলেন।
এরপর সালাহকে সাথে নিয়ে স্টেডিয়ামে আসেন, একসাথে ছবিও তোলেন। যদিও তার সাথে ছবি তোলা নিয়ে মানবাধিকার সংস্থাগুলো তাদের আপত্তির কথা জানিয়েছিল শুরু থেকেই। ১৫ জুন সালাহর জন্মদিনে হোটেলে বিশাল একটি কেকও পাঠান কেদ্রভ।
কাল তৃতীয়বারের মতো মিশরের অনুশীলন গ্রাউন্ডে গিয়েছিলেন কেদ্রভ। সেখানে তিনি নিশ্চিত করেছেন, বিশ্বকাপের পড়েই চেসনিয়ার নাগরিকত্ব পাবেন সালাহ।
২৫ জুন নিজেদের শেষ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে সালাহর মিশর।