আর্জেন্টিনার বিপক্ষে গোল করা কঠিন হবে না: মুসা
নাইজেরিয়ার জন্য ম্যাচটা ছিল বাঁচা মরার। আইসল্যান্ডের বিপক্ষে তার জোড়া গোলেই পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে নাইজেরিয়া। শেষ ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে আহমেদ মুসার দল। মুসা বলছেন, আর্জেন্টিনার বিপক্ষে গোল করা তার জন্য খুব কঠিন হবে না!
২০১৪ বিশ্বকাপের আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল নাইজেরিয়া। সেই দলে ছিলেন মুসাও, কালকের মতো করেছিলেন জোড়া গোল। তবে ম্যাচটি ৩-২ গোলে হারতে হয়েছিল সুপার ঈগলসদের।
গতবারের মতো এবারো আর্জেন্টিনার বিপক্ষে গোল পাওয়ার ব্যাপারে আশাবাদী মুসা, ‘আমরা জানি পরের ম্যাচটা কত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ম্যাচের মতো এটাও আমাদের জন্য বাঁচা মরার লড়াই। তবে আর্জেন্টিনার বিপক্ষে গোল পাওয়া হয়ত খুব কঠিন কিছু হবে না! আশা করি এই আইসল্যান্ডের ম্যাচের মতো সেবারও গোল পাব।’
শেষ ম্যাচে আর্জেন্টিনার সামনে অপেক্ষা করছে কঠিন সমীকরণ। আর্জেন্টিনা মেসির ওপরে অতিরিক্ত নির্ভরশীল , মানছেন মুসা, ‘তারা এখনো ফর্ম খুঁজে পায়নি, মেসিও না। তারা খুবই মেসিনির্ভর দল। সবসময়ই এমনই ছিল। তাদের বাছাইপর্ব দেখলেই এটা বোঝা যায়। আমাদের এসব দেখে শিক্ষা নিতে হবে, প্রত্যেকের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে।’