জার্মানির গ্রুপে চার দলই উঠতে পারে যেভাবে
সুইডেনের সঙ্গে শেষ মুহূর্তের জয়ে জার্মানি স্বস্তি পেয়েছে বটে, তবে গ্রুপ এফ-এর হিসেবে অনেক মারপ্যাঁচ থেকে গেছে। শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারালেই জার্মানি পরের পর্বে যাবে, সেই গ্যারান্টি নেই। এই মুহূর্তে এই গ্রুপে মেক্সিকো ছয় পয়েন্ট নিয়ে সবার ওপরে। জার্মানি ও সুইডেনের তিন পয়েন্ট, কোরিয়ার শূন্য।
মেক্সিকোর জন্যঃ সুইডেনের সঙ্গে এক পয়েন্ট পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন
সুইডেনের জন্যঃ জার্মানির চেয়ে ভালো ফল করতেই হবে। মেক্সিকোকে হারালে আর জার্মানি জিততে না পারলে তারাই যাবে পরের রাউন্ডে
জার্মানির জন্যঃ সুইডেনের চেয়ে ভালো ফল করতেই হবে।
যদি জার্মানি ও সুইডেন দুই দলই ড্র করে, তাহলে যার গোল বেশি সে যাবে। আর ড্র যদি দুই দলেরই একই ব্যবধানে হয়, তাহলে হেড টু হেডে এগিয়ে থাকার জন্য জার্মানি যাবে।
দক্ষিণ কোরিয়ার জন্যঃ অবশ্যই জার্মানিকে হারাতে হবে এবং সুইডেনের মেক্সিকোর কাছে হারতে হবে। এরপরও আছে হিসেব।
যখন জার্মানি, সুইডেন, মেক্সিকো তিন দলের পয়েন্ট সমান
-জার্মানি, সুইডেন, মেক্সিকো তিন দলের পয়েন্ট সমান হলে প্রথম দেখা হবে গোল ব্যবধান
- সুইডেন দুই বা তার বেশি গোলে জিতলে জার্মানি যে কোনো ব্যবধানে জিতলেই হবে (তখন মেক্সিকো বাদ)
-জার্মানি দুই বা তার বেশি ব্যবধানে জিতলে সুইডেনকে যে কোনো ব্যবধানে জিতলেই চলবে (মেক্সিকো বাদ )
- জার্মানি ও মেক্সিকো দুই গোলের ব্যবধানে জিতলে দুই দলই উঠবে, মেক্সিকো বাদ
-যদি জার্মানি ও সুইডেন ১-০ ব্যবধানে জিতে, তাহলে তিন দলের সবকিছু একই হবে। এরপর তিন দলের হেড টু হেড মিনি লিগ (যেখানে কোরিয়ার সঙ্গে করা গোল বাদ যাবে) দেখা হবে। সেখানে তিন দলের মধ্যে বেশি গোল করার জন্য জার্মানি ও সুইডেন চলে যাবে, মেক্সিকো বাদ।
- জার্মানি ও সুইডেন ২-১ ব্যবধানে (বা ৩-২ বা ৪-৩) জিতলে সুইডেন গ্রুপ জিতবে, মেক্সিকো দ্বিতীয় হবে, জার্মানি তৃতীয় (হেড টু হেড গোল ব্যবধানে)
- জার্মানি বাদ গিয়ে মেক্সিকো যেতে পারে তখনই, যদি সুইডেন-জার্মানি এক গোলের ব্যবধানে জিতে, কিন্তু সুইডেন জার্মানির চেয়ে বেশি গোল করে।
জার্মানি, সুইডেন, কোরিয়া তিন দলের যখন পয়েন্ট সমান
-দক্ষিণ কোরিয়া জিতে সুইডেন হারলে জার্মানি, সুইডেন , কোরিয়ার পয়েন্ট হবে সমান। তখন দেখা হবে গোল ব্যবধান
- কোরিয়া জার্মানিকে দুই গোলের ব্যবধানে হারালে তারা দ্বিতীয় হবে
- কোরিয়া জার্মানিকে ১-০ গোলে হারালে এবং সুইডেন মেক্সিকোর কাছে ১-০ গোলে হেরে গেলে জার্মানি হেড টু হেডে দ্বিতীয় হবে। সুইডেন তখন তৃতীয়, কোরিয়া চতুর্থ।
- কোরিয়া জার্মানিকে ১ গোলের ব্যবধানে (২-১, ৩-২, ৪-৩) এবং সুইডেন মেক্সিকোর কাছে হেরে গেলে সরাসরি হেড টু হেডে কোরিয়া দ্বিতীয় হবে। জার্মানি তখন তৃতীয়, সুইডেন চতুর্থ
- সুইডেন এক গোলের বেশি ব্যবধানে হারলে যেতে পারবে না, তখন জার্মানিকে শুধু হারালেই চলবে কোরিয়ার।