"এটাই বেলজিয়ামের সোনালি প্রজন্মের শেষ সুযোগ"
ছবি-গার্ডিয়ান
সোনালি প্রজন্মটা খেলেছিল গতবারও। সেবার আশা জাগালেও কোয়ার্টারে আর্জেন্টিনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় বেলজিয়ামের। এবারও প্রথম দুই ম্যাচ জিতে ভালো কিছুর আভাস দিচ্ছে বেলজিয়াম। তিউনিসিয়ার বিপক্ষে ৫-২ ব্যবধানের জয়ে জোড়া গোল পাওয়া রোমেলু লুকাকু বলছেন, এটাই বেলজিয়ামের সোনালি প্রজন্মের শেষ সুযোগ।
এটাই হতে পারে হ্যাজার্ড, কোম্পানি ও তার শেষ বিশ্বকাপ, মানছেন লুকাকু, ‘আমাদের প্রজন্মের এটাই হয়ত শেষ বিশ্বকাপ। কারণ টুর্নামেন্টের পর অনেকেই অবসর নেবেন। ইতিহাস গড়ার এটাই শেষ সুযোগ। গত কয়েক টুর্নামেন্টেই আমাদের নিয়ে প্রত্যাশা অনেক বেশি ছিল, কিন্তু আমরা সেটার ধারেকাছেও যেতে পারিনি। এখন আমাদের টুর্নামেন্ট উপভোগের পাশাপাশি লক্ষ্যটাও অর্জন করতে হবে। ফুটবলে উপভোগ করাটাই আসল।’
টানা দুই ম্যাচেই করেছেন জোড়া গোল। ৪ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশেই আছে লুকাকু। তবে ম্যাচ জয় ও গোলের আনন্দে কিছুটা ভাটা ফেলেছে ইনজুরি শঙ্কা। গোড়ালিতে আঘাত পেয়ে পুরো ৯০ মিনিট খেলা হয়নি।
লুকাকু নিজেই আভাস দিলেন, ইংল্যান্ডের বিপক্ষে তার খেলা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছেন, ‘আমি আরও আগেই মাঠ ছাড়তাম, কিন্তু বেশি সময় খেলতে চেয়েছিলাম। ডাক্তার পরীক্ষা করার পরেই বোঝা যাবে আঘাতটা কতটুক গুরুতর। তবে আশা করি পরের ম্যাচে নামতে পারব।’ কোচ রবার্তো মারটিনেজও লুকাকুর সুস্থতা নিয়ে চিন্তার মাঝে আছেন, ‘প্রথমার্ধের শেষে সে আঘাতটা পেয়েছিল, এটা নিয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেও লাভ হয়নি। আগামী ৪৮ ঘণ্টার মাঝে নিশ্চিত হওয়া যাবে সে পরের ম্যাচে থাকবে কিনা।’