• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    আর্জেন্টিনা একাদশ নির্বাচন করবেন মেসি-মাসচেরানো?

    আর্জেন্টিনা একাদশ নির্বাচন করবেন মেসি-মাসচেরানো?    

    ছবি-ডেইলি মেইল

    দলের বাজে পারফরম্যান্সের পর একাদশ নির্বাচন নিয়ে নানা সমালোচনার মুখে পড়েছেন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের হারের পর সাম্পাওলি বলেছিলেন, হারের জন্য তিনিই দায়ী। নাইজেরিয়ার বিপক্ষে শেষ ম্যাচের আগে জানা গেছে, সাম্পাওলি নন, আর্জেন্টিনার একাদশ নির্বাচন করবেন দলের সিনিয়র ফুটবলাররা!

    পরের রাউন্ডে যেতে হলে আর্জেন্টিনার সামনে রয়েছে কঠিন সমীকরণ। নাইজেরিয়ার সাথে পা হড়কালেই বেজে যাবে বিদায়ঘণ্টা। প্রথম দুই ম্যাচের হতাশার পর তাই স্বভাবতই একাদশে আসতে পারে পরিবর্তন।

    তবে সাম্পাওলি নন, একাদশ সাজাবেন লিওনেল মেসি ও হাভিয়ের মাসচেরানোরা। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সাথে আলোচনা করেই নাকি তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। ফুটবল ফেডারেশনের জেনারেল ম্যানেজার হোর্হে বুরুচাগার সাথে কথা বলে সাবেক বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার রিকার্ডো গুস্তি ডেইল মেইলকে জানিয়েছেন, একাদশ নির্বাচনে ফুটবলাররাই মুখ্য ভূমিকা রাখবে, ‘ফুটবলাররাই একাদশ নির্বাচন করবে। সাম্পাওলিকে এটা মেনে নিতে হবে। আর কিছু করার নেই।’

    আগামী ২৬ জুন নাইজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মেসিদের সামনে।

    সূত্র-ডেইলি মেইল