ক্যাম্বিয়াসোদের সেই রেকর্ড ভাঙলেন কেইনরা
রুবেন লফটাস চিকের শটটা কিছু বুঝে ওঠার আগেই চলে গেল জালে। হ্যারি কেইনের উদযাপন দেখে বোঝা গেল, হ্যাটট্রিকটা হয়ে গেছে তাঁর। ডান পায়ের গোড়ালিতে লেগে বল চলে গেছে জালে। তবে সেই সঙ্গে এমন একটা রেকর্ডও হয়েছে, যেটা খেয়ালই করেননি কেউ।
২০০৬ বিশ্বকাপে সার্বিয়াকে উড়িয়ে দেওয়ার ম্যাচে আর্জেন্টিনার এস্তেবান ক্যাম্বিয়াসোর গোলটা অনেকেরই মনে থাকার কথা। ২৪ পাসের ওই গোল ওই সময় তোলপাড়ই ফেলে দিয়েছিল (অনেকেই হয়তো সেটি ২৬ পাস মনে করতে পারেন, তবে আনুষ্ঠানিক হিসেবে ওটা ২৪ পাসের)। এর আগে পরে বিশ্বকাপের জানা রেকর্ডে (১৯৬৬ থেকে) এত পাসের গোল নেই।
তবে ইংল্যান্ড অনেকটা অগোচরেই সেই রেকর্ড ভেঙে দিল। ষষ্ঠ গোলের আগে ২৫টি পাস হয়েছে, যদিও শেষে লফটাস-চিক আসলে শট করতে গিয়েছিলেন। তবে কেইনের পায়ে লেগে সেটা হয়ে গেছে পাস। রেকর্ডটা অবশ্য হয়ে গেছে তাতেই।