"ব্রাজিলকে হারিয়েই দ্বিতীয় রাউন্ডে যাবে সার্বিয়া"
ছবি-মার্কা
প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে জিতলেও দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডের কাছে হেরেছে সার্বিয়া। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে নেইমারদের হারাতেই হবে, ড্র হলে তাকিয়ে থাকতে হবে সুইজারল্যান্ড-কোস্টারিকা ম্যাচের দিকে। তবে সার্বিয়ার সহকারী কোচ মিলান রাস্তাভাক বলছেন, ব্রাজিলকে হারিয়েই শেষ ১৬ নিশ্চিত করতে চায় সার্বিয়া।
শক্তিমত্তার দিক দিয়ে সার্বিয়ার চেয়ে অনেক এগিয়ে ব্রাজিল। তবে কোনোভাবেই সেলেসাওদের ছেড়ে কথা বলবে না সার্বিয়ানরা, জানালেন রাস্তাভাক, ‘আমরা ব্রাজিলকে ভালোভাবেই চিনি, তারা অনেক শক্তিশালী দল। তাদের সবকিছুই আমরা খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছি। ম্যাচটা অনেক কঠিন হবে। কীভাবে এই ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে যাওয়া যায় সেই পরিকল্পনাই করছি। জয় পাওয়া অসম্ভব কিছুই নয়।’
দ্বিতীয় রাউন্ডে যেতে হলে সার্বিয়ার বিপক্ষে ড্রই যথেষ্ট ব্রাজিলের জন্য। ২৭ জুন মুখোমুখি হবে সার্বিয়া-ব্রাজিল।