ভিএআর ফুটবলের সৌন্দর্য নষ্ট করছে: কুইরোজ
ছবি-মার্কা
স্পেনের বিপক্ষে ম্যাচে ভিএআরের জন্যই বাতিল হয়েছিল ইরানের গোল। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে গ্রুপ পর্বেই বাদ পড়ার দ্বারপ্রান্তে এশিয়ার দেশটি। আজ পর্তুগালের বিপক্ষে তাদের জিততেই হবে। এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ভিডিও রিভিউ পদ্ধতি নিয়ে খানিকটা দুশ্চিন্তায় আছে ইরান কোচ কার্লোস কুইরোজ। তার মতে, ভিএআর বিতর্ক ফুটবলের সৌন্দর্যকে নষ্ট করছে।
ভিএআর নিয়ে শুরু থেকেই ছিল নানা প্রশ্ন। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে এখনই এটা প্রয়োগ করা উচিত হবে কিনা, সে নিয়েও বিস্তর আলোচনা হয়েছিল। ভিএআরের প্রভাব খুব ভালোমতোই দেখা গেছে রাশিয়াকে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ধারণ করা হয়েছে রিভিউ পদ্ধতির মাধ্যমে। কোনো দল পেয়েছে পেনাল্টি, কেউ আবার পেনাল্টি পেয়েও রিভিউয়ের কারণে হারিয়েছে গোলের সুযোগ। আবার কেউবা গোল করেও অফসাইডের কারণে এগিয়ে যেতে পারেনি ইরানের মতো।
কুইরোজ বলছেন, বেশিরভাগ দর্শকই ভিএআরের ব্যাপারে ঠিকমত বুঝে উঠতে পারছে না, ‘ফুটবল সাধারণ মানুষের খেলা, এটা কেউ বদলাতে পারবে না। কিছু বিশেষজ্ঞ তাদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে যা সাধারণ দর্শক বুঝতে পারছে না, এটা দুঃখজনক। এইভাবে ফুটবলের সৌন্দর্য নষ্ট হচ্ছে, খেলাটা তার সম্মানও হারাচ্ছে। সব সিদ্ধান্ত পরিষ্কার হওয়া উচিত।’
ফিফার উচিত ভিএআর নিয়ে আরও বেশি করে ভাবা, মানছেন কুইরোজ, ‘কারা রেফারিং করছে, কারা চূড়ান্ত সিদ্ধান্তটা নিচ্ছে, সব দর্শক ও দলগুলোকে জানানো উচিত। ব্যাপারটা অস্বচ্ছ থাকলে সেটা ভবিষ্যতে খেলাকে নষ্ট করবে। ভুল সিদ্ধান্তের জন্য অনেক দলই ক্ষতির মুখে পড়বে আমাদের মতো।’