• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    মরক্কোর বিপক্ষে স্পেনকে সতর্ক থাকতে হবে: হিয়েরো

    মরক্কোর বিপক্ষে স্পেনকে সতর্ক থাকতে হবে: হিয়েরো    

     

    দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে ড্রই যথেষ্ট স্পেনের জন্য। আগেই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া মরক্কোর বিপক্ষে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা মাঠে নামবে আজ। স্পেন কোচ ফার্নান্দো হিয়েরো বলছেন, প্রতিপক্ষ কাগজে কলমে দুর্বল হলেও তাদের সবসময় সতর্ক থেকেই খেলতে হবে।

    প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে এগিয়ে থেকেও ক্রিশ্চিয়ানো রোনালদোর দুর্দান্ত এক হ্যাটট্রিকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে স্পেনকে। পরের ম্যাচে ইরানের বিপক্ষে কষ্টসাধ্য জয়ে ২ ম্যাচে তাদের পয়েন্ট ৪। শেষ ১৬ তে পৌঁছাতে হলে মরক্কোর বিপক্ষে ১ পয়েন্ট পেলেই চলবে হিয়েরোর দলের।

    আগের দুই ম্যাচের হারা মরক্কোর বিপক্ষে ম্যাচটা মোটেও হালকাভাবে নিচ্ছেন না হিয়েরো, ‘যদিও তারা এরই মাঝে বাদ পড়েছে, কিন্তু বিশ্বকাপ বাছাইপর্ব পার করে আসা দল মানেই কঠিন প্রতিপক্ষ। অনেক সময় এরকম ম্যাচ হালকাভাবে নেওয়া হয়। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। মরক্কো আমাদের ছেড়ে কথা বলবে না। আমাদের সবটুকু দিয়েই ৩ পয়েন্ট পেতে হবে। মরক্কো যেভাবে খেলেছে সেটা অবশ্যই সম্মান পাওয়ার যোগ্য।’

     

     

    গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ারই স্পেনের লক্ষ্য, বলছে হিয়েরো, ‘আমরা ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে থাকতে চাই। বিশ্বকাপ থেকে শুরুতেই বাদ পড়া দলও মাঝে মাঝে শেষ ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে। আমাদের নিজেদের ওপর ভরসা রাখতে হবে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা বড় ব্যাপার। এটা আপনাকে অনেক দিকে এগিয়ে রাখবে।’

    রাতে কালিনিনগ্রাদে মুখোমুখি হবে স্পেন-মরক্কো।