• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    অবসর নিচ্ছেন না সালাহ?

    অবসর নিচ্ছেন না সালাহ?    

    ছবি-এএফপি 

    এই প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেছেন মোহামেদ সালাহ। ইনজুরির কারণে অবশ্য খেলতে পারেননি উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে। প্রথম দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায়ও নিশ্চিত হয়ে গেছে মিশরের। এসবের মাঝেই গুঞ্জন উঠেছে, বিশ্বকাপের পরপরই নাকি জাতীয় দল থেকে অবসর নেবেন সালাহ। তবে মিশর ফুটবল ফেডারেশন জানিয়েছে, জাতীয় দল ছাড়ার কোনো সম্ভাবনাই নেই তার।

    চেচনিয়ার প্রেসিডেন্ট রামজান কাদিরোভের সাথে সালাহর সখ্যতা নিয়ে বিশ্বকাপের শুরু থেকেই কিছুটা বিতর্ক চলছে। এরই মাঝে সালাহকে চেচনিয়ার নাগরিকত্ব দেওয়ার ঘোষণাও দিয়েছে কাদিরোভ। এসব নিয়ে ওঠা বিতর্কের কারণেই মিশরের হয়ে আর খেলবে না সালাহ, জানা গিয়েছিল গতকালই।

     

     

    মিশর ফুটবল ফেডারেশনের মুখপাত্র ওসামা ইসমাইল বলছেন, সালাহ মিশর দলের সাথে সুখেই আছেন, ‘সালাহ নিজের টুইটারে যা বলবে সেটাই শুধুমাত্র সত্যি। তার অবসরের ব্যাপারে যেসব গুজব উঠেছে সেটা পুরোপুরি মিথ্যা। সালাহ দলের সাথে সুখেই আছে। অনুশীলনে যথেষ্ট প্রাণবন্ত তিনি, এটাই প্রমাণ করে কোনো সমস্যাই নেই।’

    আজ সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে সালাহর মিশর।