রোনালদোকে ঘুমাতে দিচ্ছে না ইরান
মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদোকে তারা সামাল দিতে পারবেন না, সেটা করতে হবে তাদের ফুটবলারদেরকেই। ইরানিয়ান সমর্থকরা তাই যথাসাধ্য চেষ্টা করে গেলেন মাঠের বাইরেই। পর্তুগালের টিম হোটেলের বাইরে রীতিমতো আসর বসিয়েছিলেন তারা, গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচের আগের রাতে। সোমবার সারান্স্কে পর্তুগালকে হারাতে পারলেই প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে যাবে ইরান।
ড্রাম-ট্রাম্পেট নিয়ে বেশ এক আসর বসিয়েছিল ইরান সমর্থকরা। না পেরে খোদ রোনালদো এসে চুপ করতে বলে গেছেন তাদের। ইউটিউবে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে এমনই। ইরানিয়ানদের গান-বাজনায় ঘুমে ব্যাঘাত হচ্ছিল পর্তুগাল অধিনায়কের, জানালায় এসে বেশ কয়েকবার ইঙ্গিত করেছেন- তার ঘুম প্রয়োজন, এবার একটু চুপ থাকতে হবে!
ইরানিয়ানরা অবশ্য তাতে দমেনি, তাদের কাজটা চালিয়ে গেছে বেশ ভালভাবেই। রাশিয়া বিশ্বকাপে দারুণ ফর্মে আছে রোনালদো, দুই ম্যাচে করেছেন পর্তুগালের চারটি গোলই। গোল্ডেন বুটের দৌড়ে হ্যারি কেইনের পাঁচটি গোলের পরই আছেন রিয়াল মাদ্রিদ তারকা।
গ্রুপপর্বের শেষ ম্যাচে পর্তুগালের সমীকরণ অবশ্য খুব কঠিন নয়, ইরানের সঙ্গে ড্র করলেই তারা যাবে পরের রাউন্ডে। ইরানের কাজটা কঠিন অবশ্যই, জিততে হবে তাদের। তবে দর্শকদের কাজটা কিন্তু তারা করেই রেখেছেন!