• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    জরিমানা দিয়েই পার পেলেন শাকা-শাকিরি

    জরিমানা দিয়েই পার পেলেন শাকা-শাকিরি    

     

    সার্বিয়ার বিপক্ষে তাদের দুজনের সেই উদযাপন নিয়ে ম্যাচের সময় থেকেই উঠেছিল বিতর্কের ঝড়। গ্রানিত শাকা ও জের্দান শাকিরির ‘আলবেনিয়ান ঈগলের’ উদযাপন বড় শাস্তির মুখোমুখি করতে পারে দুজনকে, গুঞ্জন উঠেছিল এমনটাই। দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ায় শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত জরিমানা দিয়েই পার পেলেন সুইজারল্যান্ডের শাকা-শাকিরি। তাদের সাথে জরিমানা গুণতে হচ্ছে সুইস অধিনায়ক স্টেফেন লিচস্টেইনারকেও।

    শাকা-শাকিরির উদযাপন নিয়ে প্রশ্ন তুলেছিলেন সার্বিয়ানরা। খেলার মাঠে কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্যমূলক উদযাপন নিষিদ্ধ আছে ফিফার আইনেই। শাকা-শাকিরির দুজনেই বলেছিলেন, এটা স্রেফ আবেগের বশেই করেছিলেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্য তাদের ছিল না। তবে তাদের এমন আচরণে দুই ম্যাচের নিষেধাজ্ঞা নেমে আসতে পারে বলেই ধারণা করা হচ্ছিল শুরুতে। সুইজারল্যান্ড ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অবশ্য জানানো হয়, নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা নেই দুজনের।

    শেষ পর্যন্ত সেটাই হলো। তদন্ত শেষে শাকা-শাকিরি দুজনকেই ১০ হাজার সুইস ফ্রা জরিমানা করেছে ফিফা, সাথে সতর্কও করা হয়েছে। সুইস অধিনায়ক লিচস্টেইনারও গুনছেন ৫ হাজার সুইস ফ্রা জরিমানা।

    ভিন্ন কারণে জরিমানা গুনেছে সার্বিয়া ফুটবল ফেডারেশনও। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে সার্বিয়ার দর্শকের আচরণের জন্য ৫০ হাজার ডলার জরিমানা দিতে হবে তাদের। সেদিন সার্বিয়ান সমর্থকরা মাঠে আপত্তিকর ব্যানার নিয়ে এসেছিলেন ও বিভিন্ন বস্তু ছুড়ে মেরেছে, ফিফা অভিযোগ ছিল এমনটাই।

    ওই উদযাপনের কারণে পাওয়া জরিমানার পর শাকা-শাকিরির পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য জানা যায়নি।