• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    "ভাগ্যের জোরেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন"

    "ভাগ্যের জোরেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন"    

    ছবি- গোল ডটকম 

    কাল রাতে নাটকের চূড়ান্ত রূপটা দেখে গ্রুপ বির দুইটি ম্যাচই। ড্র করলেই নিশ্চিত হবে শেষ ১৬, এই সমীকরণ মাথায় রেখেই মরক্কোর বিপক্ষে মাঠে নেমেছিল স্পেন। দুইবার পিছিয়ে পরেও শেষ মুহূর্তে ইয়াগো আসপাসের দারুণ গোলে হার এড়িয়েছে স্পেন, অন্য ম্যাচে পর্তুগালও ড্র করায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে উঠেছে ২০১০ সালের চ্যাম্পিয়নরা। তবে পরের রাউন্ডে উঠলেও দলের পারফরম্যান্স স্বস্তি যোগাচ্ছে না স্পেন কোচ ফার্নান্দো হিয়েরোকে। তার মতে, কেবলমাত্র ভাগ্যের জোরেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন তারা।

    প্রথম ম্যাচে পর্তুগালের সাথে এগিয়ে থেকেও ড্র করেছিল স্পেন। দ্বিতীয় ম্যাচে ইরানের বিপক্ষে কষ্ট করেই জিততে হয়েছে। কালও মরক্কোর কাছে হারতেই বসেছিল হিয়েরোর স্পেন। অন্তিম মুহূর্তে আসপাসের গোল অফসাইডের কারণে বাতিল হলেও ভিএআরের কল্যাণে গোল পায় তারা, উল্লাসে ভাসে পুরো ডাগআউট।

    ভাগ্য প্রথম রাউন্ডে সহায় হলেও পরের দিকে সেটার ওপর ভরসা করতে চান না হিয়েরো, ‘গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি ভাগ্যের জোরে। এটা আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল, সেটা পূরণ হয়েছে। কিন্তু আমরা যেভাবে খেলেছি আর গোল খেয়েছি, এটা খুবই দুশ্চিন্তার কারণ। যদি এভাবেই চলতে থাকে, আমাদের বিশ্বকাপ জয়ের লক্ষ্যটা পূর্ণ হবে না।’

    ম্যাচের আগেই হিয়েরো বলেছিলেন, মরক্কোর বিপক্ষে খুব সতর্ক থাকতে হবে। সেটা কাল ভালোভাবেই প্রমাণ করেছে মরক্কো। মরক্কোকে তাই প্রাপ্য প্রশংসাটাই দিলেন হিয়েরো, ‘মরক্কো দারুণ খেলেছে, এবার দুটি ম্যাচ তারা ১-০ তে হেরেছে। এরকম একটা গ্রুপে থেকেও এভাবে লড়াই করা অসাধারণ ব্যাপার। আমরা সব বাধা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছি। এখন শুধু সামনের কথা ভাবতে হবে।’

    দ্বিতীয় রাউন্ডে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে স্পেন।