• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    সালাহদের হার সইতে না পেরে মৃত্যু ধারাভাষ্যকারের

    সালাহদের হার সইতে না পেরে মৃত্যু ধারাভাষ্যকারের    

    নির্ধারিত সময়ের খেলা প্রায় শেষ, চলছে যোগ করা সময়। ম্যাচ ১-১ গোলে সমতায়। তখনই গোল দিয়ে দিল সৌদি আরব, মিশর ম্যাচটা হেরে গেল ২-১ গোলে। সেই শোক আর সইতে পারলেন না মিশরের ধারাভাষ্যকার ও সাবেক খেলোয়াড় আবদেল রহিম মোহামেদ, হার্ট অ্যাটাক করলেন। এরপর চেষ্টা করেও আর বাঁচানো যায়নি তাঁকে, চলে গেলেন পরপারে।

    বিশ্বকাপে এবার শেষ সময়ে গোল করাটা রীতিই হয়ে যাচ্ছে। কাল তাতে স্বপ্নভঙ্গ হয়েছে মিশরের, আর সেই ধাক্কাই সইতে পারেননি আবদেল রহিম। নাইল স্পোর্টস চ্যানেলে কালকের ম্যাচ পরবর্তী বিশ্লেষণে থাকার কথা ছিল তাঁর। কিন্তু স্টুডিওতে শেষ মুহূর্তে দলকে হারতে দেখে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই ভবনের সাত তলাতেই একটা হাসপাতাল ছিল, সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় সেখানে। কিন্তু আধা ঘন্টার চেষ্টা পর চিকিৎসকেরা ঘোষণা করেন, তিনি আর নেই।

     

     

    ওই সময় স্টুডিওতে উপস্থিত ছিলেন আহমেদ ফাউজি। মিশরের গোল খাওয়র পরেই হঠাৎ করে মলিন হয়ে যেতে শুরু করেন আবদেল রহিম, জানিয়েছেন তিনি। আজ কায়রোর হামদিয়া এল শাজিলা মসজিদে জানাজানা হওয়ার কথা তাঁর। শুধু ধারাভাষ্যকার বা খেলোয়াড় নয়, কায়রোর ক্লাব জামালেকে কোচ হিসেবেও কাজ করেছেন আবদেল রহিম।