জবাব দিচ্ছে বাংলাদেশ
সংক্ষিপ্ত স্কোরঃ দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস২৪৮/১০ (এলগার ৪৭, ফন জিল ৩৪, দু প্লেসি ৪৮, আমলা ১৩, বাভুমা ৫৪, দুমিনি ০, ডি কক ০, ফিল্যান্ডার ২৪,হারমার ৯, স্টেইন ২, মরকেল ৩*; মুস্তাফিজ ৪/৩৭, জুবায়ের ৩/৫৩,মাহমুদউল্লাহ ১/৯, সাকিব ১/৪৫, তাইজুল ১/৫৭)
বাংলাদেশ প্রথম ইনিংস ১৭৯/৪, ৬৭ ওভার (তামিম ৫৭, ইমরুল ২৬, মুমিনুল ৬, মাহমুদউল্লাহ ৬৭, মুশফিকুর ১৬*, সাকিব ১*; এলগার ১/৬, ফন জিল ১/১৩, ফিল্যান্ডার ১/২২, হারমার ১/৫৯)
উদ্বোধনী জুটির দায়িত্বশীল সূচনা, ইমরুল-মমিনুলের আকস্মিক ফিরে যাওয়া, তামিম-মাহমুদুল্লাহর জোড়া অর্ধশতকে ইনিংস মেরামত, থিতু হয়ে এ দু’জনেরও ফিরে যাওয়া এবং শেষ অব্দি বৃষ্টিতে পণ্ড প্রায় আধ সেশনের খেলা; সংক্ষেপে এই হচ্ছে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের চিত্র। স্বীকৃত প্রোটিয়া বোলারদেরা কার্যত সাফল্যহীন থাকলেও খণ্ডকালীন বোলাররা নিয়মিত বিরতিতে ফেলেছেন বাংলাদেশের উইকেট। তেমনটা না হলে দিনশেষে ৪ উইকেটে ১৭৯ রানের বাংলাদেশ স্কোরবোর্ডটা আরও খানিক উজ্জ্বল থাকতে পারতো।
প্রথম সেশনে স্বল্প সময়ের ব্যবধানে দুই উইকেট খুইয়ে বসার পর চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ। স্বভাবসুলভ আগ্রাসী খোলস ছেড়ে বেরিয়ে তামিম পুরোদস্তুর কেতাবী টেস্ট ব্যাটসম্যান হওয়ার চেষ্টা করছেন অনেকদিন ধরেই। আর সেটার অনেকটা সুফল আজও পেয়েছেন। অনিয়মিত বাঁহাতি স্পিনার ডিন এলগারের ফুল টসে বোল্ড হওয়ার আগে বাংলাদেশী এই ওপেনার ১২৯ বল মোকাবেলায় করেন ৫৭ রান।
এর আগে দিনের শুরুতে দলকে দায়িত্বশীল সূচনা উপহার দিয়ে আচমকাই ফিরে যান ইমরুল কায়েস। শুরু থেকেই আত্মবিশ্বাসের সাথে স্টেইন, মরকেল, ফিল্যান্ডারদের সামলে কায়েসও (২৬) ফেরেন একজন অনিয়মিত বোলারের ডেলিভারিতেই। ফন জিলের লেগ স্টাম্পের বাইরে পিচ করা বল ফ্লিক করতে গিয়ে ভারসাম্য হারান ইমরুল। সে ফলশ্রুতে দাগের বাইরে চলে আসা পা ভেতরে নেয়ার আগেই বল হাতে দারুণ মুন্সিয়ানায় উইকেট ভাঙেন ডি কক। উল্লেখ করা প্রয়োজন, বাংলাদেশের দু’ ওপেনারই ফিরে গেছেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারের বলে!
খানিক বাদে মুমিনুল ফেরেন সাইমন হারমারের বলে বোল্ড হয়ে। স্ট্যাম্পের উপর অফব্রেক ডেলিভারি মমিনুলের ব্যাট ফাঁকি দিয়ে আঘাত হানে অফ স্ট্যাম্পে।
বৃষ্টির বাঁধায় দিনের খেলা পণ্ড হওয়ার আগে শেষ ওভারটিতে মাহমুদুল্লাহকে ফেরান ভারনন ফিল্যান্ডার। ১৩৮ বলে ১০ চারে সাজানো ৬৭ রানের ইনিংসটি খেলে মাহমুদুল্লাহ এলবিডব্লুর ফাঁদে ধরা দেন।
দিনশেষে বাংলাদেশের হয়ে অধিনায়ক মুশফিকুর রহিম ১৬ ও সাকিব আল হাসান ১ রানে অপরাজিত রয়েছেন। এর আগে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার করা ২৪৮ রান থেকে ৬৯ রান পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে বাংলাদেশ।