• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    রোনালদো বলেই তাকে লাল কার্ড দেখাননি রেফারি: কুইরোজ

    রোনালদো বলেই তাকে লাল কার্ড দেখাননি রেফারি: কুইরোজ    

    ছবি- গার্ডিয়ান

     

    ম্যাচের তখন ৮০ মিনিট, ইরানি ডিফেন্ডার পৌরালিগাঞ্জিকে ফাউল করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইরানের ফুটবলারদের জোর দাবিতে ভিএআরের সাহায্য নিলেন রেফারি। তবে ওই যাত্রায় শুধু হলুদ কার্ডই দেখলেন সিআর সেভেন। ইরান কোচ কার্লোস কুইরোজ রেফারির এই সিদ্ধান্তে রীতিমত ক্ষুব্ধ হয়ে বলছেন, ফাউল করা ফুটবলার রোনালদো বলেই তাকে লাল কার্ড দেখাননি রেফারি।

    এবারের বিশ্বকাপে অনেক সিদ্ধান্তই নেওয়ার হয়েছে বহুল আলোচিত ভিএআরের সাহায্যে। পেনাল্টি, পেনাল্টি বাতিল, অফসাইডে গোল বাতিল; রাশিয়াতে আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে এই রিভিউ পদ্ধতিই। যদিও এই পদ্ধতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

    কুইরোজ এই ভিএআর নিয়ে একদম সন্তুষ্ট নন, ‘আমি আসলে জানি না, সে কী ফুটবল সুপারস্টার বলেই লাল কার্ড পায়নি? রিপ্লে দেখেও রেফারি এমন ফাউলের পর তাকে হলুদ কার্ড দেখালেন। রেফারি কি বুঝতে পারছিলেন না সেখানে কী হয়েছিল? আসলে রেফারি নিয়ে কথা বলতে চাই না, কোনো অজুহাতও দাড় করাতে চাই না।'

     

     

    এত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেও ভুল করছেন রেফারিরা, দাবি কুইরোজের, ‘এখন এসব ব্যাপারে ভুলের কোনো সুযোগ নেই। রেফারিরা মানুষ, তারা ভুল করে, আগে সেটা মেনে নেওয়া যেত।  রেফারি, ফুটবলার, কোচ, মাঠে সবাই ভুল করে মাঠে। কিন্তু এখন তো কোটি কোটি টাকা দিয়ে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, বাড়তি কয়েকজন রেফারিও বসে থাকেন ক্যামেরার সামনে। তাহলে এসব ভুলের দায়িত্ব কে নেবেন? এটা আমার খেলোয়াড়, দর্শক সবার জন্যই অপমানজনক।’

    শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় ইরান-পর্তুগাল ম্যাচ। চোখের জলেই বিদায় নিয়েছে কুইরোজের ইরান।